
কলকাতা: বিয়ের মরশুমে ক্রমাগত ঊর্ধ্বমুখী সোনার দাম। গতকালই একধাক্কায় ৮৭০০ টাকা বেড়েছিল সোনার দাম। আজ ফের সামান্য চড়ল সোনার দাম। লাগাতার দাম বাড়ায় ক্রমেই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনার দাম। রুপোর দামও কিন্তু বেশ অনেকটাই বেড়েছে। বিয়ের মরশুমে হঠাৎ এভাবে দাম বাড়তে থাকায় স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের। আজকের সোনা-রুপোর দর কত রয়েছে, দেখে নিন-
২৪ ক্যারেট সোনার দাম-
আজ, ২৭ নভেম্বর ২৪ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১২ হাজার ৭৯২ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৯২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ লক্ষ ৭৯ হাজার ২০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে সোনার দাম।
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ হাজার ৭২৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১৭ হাজার ২৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ লক্ষ ৭২ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ৫৯৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯৫ হাজার ৯৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ লক্ষ ৫৯ হাজার ৪০০ টাকা। ১০০ টাকা দাম বেড়েছে সোনার।
রুপোর দামও আজ বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৬ হাজার ৯১০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ১ লক্ষ ৬৯ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে রুপোরও।