Gold Price Today: সোনা দিয়ে বর্ষবরণ করবেন? কত হাজারে পাবেন সোনার হার, জেনে নিন

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 27, 2023 | 8:51 AM

Gold-Silver Price: ২০২৪ সালকে কীভাবে স্বাগত জানাবেন, তার পরিকল্পনা ইতিমধ্যেই অনেকে সেরে ফেলেছেন। আপনি যদি নতুন বছরের প্রথমদিনে প্রিয়জনকে সোনার গহনা উপহার দিতে চান, তবে আগেভাগেই কিনে রাখুন। কারণ নিত্যদিনই চড়ছে সোনার দাম।

Gold Price Today: সোনা দিয়ে বর্ষবরণ করবেন? কত হাজারে পাবেন সোনার হার, জেনে নিন
ফাইল চিত্র
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: দেখতে দেখতেই শেষ আরও একটা বছর। আর চারদিন পরই নতুন বছর। ২০২৪ সালকে কীভাবে স্বাগত জানাবেন, তার পরিকল্পনা ইতিমধ্যেই অনেকে সেরে ফেলেছেন। আপনি যদি নতুন বছরের প্রথমদিনে প্রিয়জনকে সোনার গহনা উপহার দিতে চান, তবে আগেভাগেই কিনে রাখুন। কারণ নিত্যদিনই চড়ছে সোনার দাম। আজ, ২৭ ডিসেম্বরও একধাক্কায় ২২০০ টাকা বাড়ল সোনার দাম। বেড়েছে রুপোর দামও। গহনা কেনার আগে আজকের সোনা-রুপোর দর জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

আজ, ২৭ ডিসেম্বর ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮ হাজার ৪০০ টাকা। গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৮ হাজার ২০০ টাকা। অর্থাৎ একদিনে ২০০ টাকা দাম বেড়েছে।

২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৮৪ হাজার টাকা। গতকালের তুলনায় আজ ২ হাজার টাকা দাম বাড়বে।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্য়ারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৩ হাজার ৭১০ টাকা। মঙ্গলবার ১০ গ্রাম সোনার দাম ছিল ৬৩ হাজার ৪৯০ টাকা। একদিনে দাম বেড়েছে ২২০ টাকা।

২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৩৭ হাজার ১০০ টাকা। গতকালের তুলনায় আজ ২২০০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেট সোনার দাম-

আজ, বুধবার ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৭ হাজার ৭৮০ টাকা। গতকালের তুলনায় আজ দাম বেড়েছে ১৬০ টাকা।

১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪ লক্ষ ৭৭ হাজার ৮০০ টাকা। একদিনে দাম বেড়েছে ১৬০০ টাকা।

রুপোর দাম-

সোনার মতোই দাম বেড়েছে রুপোরও। আজ ১ কেজি রুপোর দাম রয়েছে ৭৯ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় আজ ৩০০ টাকা দাম বেড়েছে রুপোর।

Next Article