Gold Price Hike: সোনা ধরলেই ছ্যাঁকা! বিয়ের মরশুমে গহনা কিনতে খরচ কত পড়বে, দেখে নিন…

Gold-Silver Rate on 20 November 2025: নভেম্বর-ডিসেম্বর জুড়ে যেখানে বিয়ের মরশুম চলছে, সেখানেই হঠাৎ করে বাড়ছে সোনার দাম। গতকালই একধাক্কায় ২৪ ক্যারেটের সোনার দাম ১২ হাজার টাকা বেড়েছিল। অনেকটা বেড়েছিল ২২ ক্যারেট সোনার দামও। আজ,  ২০ নভেম্বরও বেশ খানিকটা বাড়ল সোনার দাম।

Gold Price Hike: সোনা ধরলেই ছ্যাঁকা! বিয়ের মরশুমে গহনা কিনতে খরচ কত পড়বে, দেখে নিন...
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Nov 20, 2025 | 8:44 AM

কলকাতা: মধ্যবিত্তের জন্য চিন্তা বেড়েই চলেছে। বাড়ছে সোনার দাম। নভেম্বর-ডিসেম্বর জুড়ে যেখানে বিয়ের মরশুম চলছে, সেখানেই হঠাৎ করে বাড়ছে সোনার দাম। গতকালই একধাক্কায় ২৪ ক্যারেটের সোনার দাম ১২ হাজার টাকা বেড়েছিল। অনেকটা বেড়েছিল ২২ ক্যারেট সোনার দামও। আজ,  ২০ নভেম্বরও বেশ খানিকটা বাড়ল সোনার দাম। এখন সোনা-রুপো কেনার পরিকল্পনা থাকলে, খরচ পড়বে বেশ অনেকটা। আজ সোনা-রুপোর দাম কত রয়েছে, জেনে নিন-

২৪ ক্য়ারেটের সোনার দাম-

আজ, ২৪ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১২ হাজার ৪৮৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৮৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ লক্ষ ৪৮ হাজার ৭০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে সোনার।

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ হাজার ৪৪৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৪৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ লক্ষ ৪৪ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ৩৬৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯৩ হাজার ৬৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ লক্ষ ৩৬ হাজার ৫০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

রুপোর দাম-

আজ সোনার দাম যেমন বেড়েছে, তেমনই রুপোর দামও বেড়েছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৬ হাজার ৮১০ টাকা। ১ কেজি রুপোর দাম পড়বে ১ লক্ষ ৬৮ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।