Gold Price Today: লক্ষ্মীবারে ফের ঊর্ধ্বমুখী হল সোনার দর, আজ কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 09, 2023 | 12:22 PM

Gold Price Today: বৃহস্পতিবারে দাম বাড়ল সোনার। তবে এ দিন দাম কমেছে রুপোর।

Gold Price Today: লক্ষ্মীবারে ফের ঊর্ধ্বমুখী হল সোনার দর, আজ কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: দীর্ঘস্থায়ী হল না স্বস্তি। বৃহস্পতিবারই দাম বাড়ল সোনার (Gold Price Today)। গতকাল অপরিবর্তিত ছিল সোনার দাম। তবে লক্ষ্মীবার বাজার খুলতেই ফের দাম বাড়ল সোনার। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৬০ টাকা। এ দিন সোনার দাম ঊর্ধ্বমুখী হলেও দাম কমল রুপোর। ১ কেজি রুপোর দাম (Silver Price Today) কমেছে ৫০ টাকা।

বৃহস্পতিবার বেলা ১২ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২৯০

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪২,৩২০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,৯০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২৯,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৭৭১ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৬,১৬৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৭,৭১০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৭৭,১০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭১,৩৫০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

সপ্তাহের শুরুতেই প্রথম দু’দিন দাম বেড়েছিল সোনার। তারপর গতকাল অপরিবর্তিত ছিল হলুদ ধাতুর দর। একদিনের জন্য সোনার গয়না ক্রেতারা স্বস্তি পেলেও ফের বাড়ল সোনার দাম। লক্ষ্মীবারেও ছাড় পেল না সোনার দর। তবে কেন্দ্রীয় বাজেটের পরের দিনই ৫৮ হাজারের গণ্ডি পেরিয়েছিল সোনার দর। তার থেকে অনেকটাই কম রয়েছে সোনার দাম।

বৃহস্পতিবারে বিশ্ব বাজারে বাড়ল স্পট গোল্ডের দর। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৮৭৭.৫৩ মার্কিন ডলার। আজ তা বেড়ে হয়েছে ১,৮৭৯.০৩ মার্কিন ডলার। এর ফলে দেশীয় বাজারেও দাম বেড়েছে সোনার।

সোনার শেয়ার বাজারের দাম :

বৃহস্পতিবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের বেড়ে হয়েছে ২,৪৭৩.৩৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১১৫.১৫ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৩৫.৩৫ টাকা।

Next Article