Gold Price Today: ঊর্ধ্বমুখী সোনার দাম, আজ কলকাতায় ১০ গ্রামের দর কত জেনে নিন
Gold Price Today: আজ শহরে দাম বাড়ল সোনার। তবে অপরিবর্তিত রয়েছে রুপোর দর।
কলকাতা: মার্চের শুরু থেকেই ঊর্ধ্বমুখী সোনার দর (Gold Price Today)। শনিবার সেই ট্রেন্ডই বজায় থাকল দেশের সোনার বাজারে। এমসিএক্স সূচক অনুযায়ী এ দিন দাম বাড়ল সোনার। শনিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ১০০ টাকা। একই হারে দাম বেড়েছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার। এদিকে সোনার দাম বাড়লেও আজ অপরিবর্তিত রয়েছে রুপোর দাম (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর দাম রয়েছে ৬৬,৯০০ টাকা।
শনিবার সকাল ১০ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,১৮৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪১,৪৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫১,৮৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,১৮,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৬৫৫ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,২৪০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৬,৫৫০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৬৫,৫০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬৬,৯০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গতকাল অপরিবর্তিত ছিল সোনার দাম। তবে আজ সকালে দাম বাড়ল হলুদ ধাতুর। মার্চের শুরু থেকেই দাম বাড়ছে সোনার। আজও সেই ট্রেন্ডই দেখা গেল। তবে অপরিবর্তিত রয়েছে রুপোর দর।
আজ বিশ্ব বাজারেও বেড়েছে সোনার দাম। শনিবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৮৫৫.২২ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
শনিবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৩৯৬.২০ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১১৬.৮৫ টাকা। আজ দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৩১.৪৫ টাকা।