Gold Price Today: লক্ষ্মীবারে বড় লাফ সোনার দামে, রুপোর বাজারও হালকা গরম, আজ সোনা-রুপোর দর কত?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 16, 2023 | 11:43 AM

Gold Price Today: লক্ষ্মীবারে অনেকটা হারে দাম বাড়ল সোনার। সামান্য দামি হল রুপোও।

Gold Price Today: লক্ষ্মীবারে বড় লাফ সোনার দামে, রুপোর বাজারও হালকা গরম, আজ সোনা-রুপোর দর কত?
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: বৃহস্পতিবারে মুখ তুলে তাকালেন না লক্ষ্মী। আজ বাজার খুলতেই চড়চড়িয়ে বাড়ল সোনার দর(Gold Price Today)। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৫০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ৫৫০ টাকা। সোনার পাশাপাশি অল্প হারে দাম বেড়েছে রুপোর (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর দাম বেড়েছে ২০০ টাকা।

বৃহস্পতিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৩৫৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪২,৮৪০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৩,৫৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৩৫,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৮৪২ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৬,৭৩৬ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৮,৪২০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৮৪,২০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬৯,২০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

গতকাল সামান্য স্বস্তি মিলেছিল সোনার দামে। দীর্ঘ কয়েকদিন পরপর দাম বাড়ার পর গতকাল সামান্য দাম কমেছিল। তবে আজ সকাল হতেই মাথায় হাত ক্রেতাদের। এক লাফে অনেকটা দাম বেড়েছে সোনার। দামে ছোট্ট লাফ দিয়েছে রুপোও। গত এক মাসে আজ সর্বোচ্চ হল সোনার দাম।

বিশ্ব বাজারে হু হু করে বাড়ছে স্পট গোল্ডের দাম। তার ফলে দেশীয় বাজারেও লাফিয়ে বাড়ছে সোনার দর। বিশ্ব বাজারে গতকাল ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল
১,৯০০.১৯ মার্কিন ডলার। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১,৯১৯.২০ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

বৃহস্পতিবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৪৬৯.২৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১০৯.৪৫ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২৮.১৮ টাকা।

Next Article