
সোনার দাম কত বাড়বে? সোনার দাম কবে পড়বে? সোনা কিনুক বা না কিনুক, এসব প্রশ্ন বাঙালির মনে জাগবেই। তবে, সোনা কীভাবে তৈরি হয়েছিল, সেটা বলুন তো? আচ্ছা, ল্যাবরেটরিতে সোনা বানালে তো দাম কমে যাবে হলুদ ধাতুর। তাহলে সেটা করা হচ্ছে না কেন? সোনার আসল গল্পটা শুরু হয় আজ থেকে কোটি কোটি বছর আগে। খুব কাছাকাছি আসার পরেই দু’টি নিউট্রন স্টার একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। আর এই প্রবল মারামারি এতটাই ভয়ঙ্কর যে এক মুহূর্তে উৎপন্ন হয় অকল্পনীয় তাপ ও শক্তি—কতটা শক্তি একটা আইডিয়া দিই। সূর্য তার সারা জীবনে যতটা তাপশক্তি উৎপন্ন করেছে এবং করবে, তার থেকেও কয়েকশো গুণ বেশি শক্তি উৎপন্ন করতে পারে একটা সুপারনোভা। এমন বড়সড় মহাজাগতিক ঘটনায় তৈরি হয় ভারী মৌল, এর মধ্যে আছে প্লাটিনাম, তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম। আর তৈরি হয় এক চকচকে ধাতু, হলুদ রঙয়ের অমূল্য ধাতুর নাম মানুষ দিয়েছে ‘সোনা’! সুপারনোভার বিস্ফোরণ মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছে এইসব মৌল, তা পৌঁছেছে পৃথিবীতে। আর আজ আপনার স্ত্রীর গলায়...