Gold price: সর্বকালের রেকর্ড ভাঙল সোনার দাম, এক ধাক্কায় বাড়ল ৪৫০ টাকা

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 04, 2023 | 8:36 PM

Gold price: সোনার দামে এই বিশাল লাফ দেখা গেলেও, রূপোর দাম অপরিবর্তিতই রয়েছে। সোমবার জাতীয় রাজধানীতে প্রতি কেজি রুপোর দাম ছিল ৮০,২০০ টাকা। আসলে বিশ্ব বাজারেও এখন সোনার দাম ঊর্ধ্বগামী। মার্কিন ডলারের দামের পতনের কারণেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

Gold price: সর্বকালের রেকর্ড ভাঙল সোনার দাম, এক ধাক্কায় বাড়ল ৪৫০ টাকা
প্রতীকী ছবি

Follow Us

মুম্বই: সোমবার (৪ ডিসেম্বর), সর্বকালের রেকর্ড ভাঙল সোনার দাম। এইচডিএফসি সিকিউরিটিজের তথ্য অনুসারে, এদিন নয়া দিল্লিতে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৪৫০ টাকা বেড়ে ৬৪,৩০০ টাকা হয়েছে। ইতিহাসে এর আগে কখনও সোনার দাম এত বেশি হয়নি। এর আগে ট্রেডে, প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৬৩,৮৫০ টাকা। সোনার দামে এই বিশাল লাফ দেখা গেলেও, রূপোর দাম অপরিবর্তিতই রয়েছে। সোমবার জাতীয় রাজধানীতে প্রতি কেজি রুপোর দাম ছিল ৮০,২০০ টাকা। আসলে বিশ্ব বাজারেও এখন সোনার দাম ঊর্ধ্বগামী। এইচডিএফসি সিকিউরিটিজের কমোডিটিজের সিনিয়র বিশ্লেষক সৌমিল গান্ধী বলেছেন, “বিদেশী বাজারে তেজি প্রবণতার কারণে সোমবার সোনার দাম ৪৫০ টাকা বেড়েছে। প্রতি ১০ গ্রাম ৬৪,৩০০ টাকার রেকর্ড উচ্চতায় লেনদেন হয়েছে।”

এদিন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে আউন্স প্রতি ২,০৭৭ মার্কিন ডলার হয়েছে। আর রুপোর দাম কমে প্রতি আউন্স ২৫.৪০ মার্কিন ডলার হয়েছে। কমেক্সে স্পট গোল্ডের দাম এদিন আউন্স প্রতি ৬ মার্কিন ডলার বেড়ে ২,০৭৭ ডলারে লেনদেন হয়েছে। সৌমিল গান্ধী বলেছেন, “মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির কারণে এশিয়ান ট্রেডিং-এর সময়ে কমেক্স গোল্ডের দাম সোমবার সর্বকালের মধ্যে সবথেকে বেশি ছিল। ইন্ট্রা-ডে ট্রেডে প্রতি আউন্স ২,১৪৬ মার্কিন ডলারে পৌঁছেছিল।”

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, শিল্প মহল মনে করছে, মার্কিন ফেডারেল রিজার্ভ পরের বছর সুদের হার কমিয়ে দেবে। তাই মার্কিন ডলারের দাম পড়েছে। এর ফলেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। অক্টোবরের মাঝামাঝি থেকে মার্কিন ট্রেজারির রাজ্যস্ব সংগ্রহের হার কমতে থাকায়, ফেডেরাল রিজার্ভ পরের বছরের শুরুর দিকে ঋণ নেওয়ার খরচ কমাবে বলে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন বিনিয়োগকারীরা। এর আগে, ২০২০ সালের অগস্টে আন্তর্জাতিক বাজারে সোনার দাম সর্বোচ্চ হয়েছিল। সেই সময় করোনভাইরাস মহামারির প্রভাব পড়েছিল মার্কিন অর্থনীতিতে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে সোনার চাহিদা বেড়েছিল। সেই সময় আউন্স প্রতি সোনার দাম ছিল ২,০৭২.৪৯ মার্কিন ডলার। শুক্রবার অল্প সময়ের জন্য সেই দাম ছাপিয়ে আউন্স প্রতি সোনার দাম হয়েছিল ২,০৭৫.০৯ মার্কিন ডলার।

Next Article