কলকাতা: নতুন বছরে প্রথম থেকেই ঊর্ধ্বমুখী সোনার দাম(Gold Price Today)। এদিকে সামনেই আবার বিয়ের মরশুম। তার আগে এই দামবৃদ্ধিতে মাথায় হাত পড়েছে ক্রেতাদের। তবে মাঝে দু’দিন দাম কমেছিল সোনার। কিন্তু বৃহস্পতিবার বাজার খুলতেই ফের দাম বাড়ল সোনার। এ দিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১১০ টাকা। সোনার দাম বাড়লেও বৃহস্পতিবার রুপোর দামে (Silver Price Today) কোনও পরিবর্তন দেখা যায়নি।
বৃহস্পতিবার দুপুর ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,১৪০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪১,১২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫১,৪০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,১৪,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৬০৭ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৪,৮৫৬ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৬,০৭০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৬০,৭০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৭১,৫০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
বিয়ের মরশুমে এই ভাবে সোনার দাম বাড়ায় কিছুটা চিন্তিত ক্রেতারা। মাঝে সর্বকালীন রেকর্ড ভেঙে সোনার দাম হয়েছিল আকাশ ছোঁয়া। তার থেকে এ দিন দাম অনেকটা কম থাকলেও ঊর্ধ্বমুখীই রয়েছে হলুদ ধাতুর দর। এদিকে রুপোর দামে কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি।
বিশ্ব বাজারে খানিকটা ঊর্ধ্বমুখী রয়েছে সোনার দাম। ফলে স্বাভাবিকভাবেই দেশীয় বাজারে সোনার দামে তার প্রভাব পড়েছে। গতকাল আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৮৭৯.৯৬ মার্কিন ডলার। এ দিন তা বেড়ে হয়েছে ১,৮৮৩.৭৭ মার্কিন ডলার ফলে দেশীয় বাজারেও বাড়ল সোনার দাম।
সোনার শেয়ার বাজারের দাম :
সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২,৪৫৭.৮০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১১৯.১৫ টাকা। বৃহস্পতিবার দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৮২.১০ টাকা।