Gold Price: মাসের শেষলগ্নে আরও কিছুটা সস্তা হল সোনা, কত দাম কমল?

Gold Price: মাসের একেবারে শেষলগ্নে, মঙ্গলবার ফের দাম বাড়ল সোনার। ২৪ ঘণ্টার মধ্যেই একলাফে হলমার্ক সোনার গয়নার দাম বাড়ল প্রায় ২ হাজার টাকা। তবে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপোর দাম।

Gold Price: মাসের শেষলগ্নে আরও কিছুটা সস্তা হল সোনা, কত দাম কমল?
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: May 30, 2023 | 10:20 AM

কলকাতা: গত কয়েকদিন ধরে নিম্মগামী ছিল হলুদ ধাতুর দাম। তারপর সোমবার দাম অপরিবর্তিত হয়ে থেমে গিয়েছিল। এবার মাসের একেবারে শেষলগ্নে, মঙ্গলবার ফের দাম কমল সোনার। এদিন হলমার্ক ২২ ক্যারট ও ২৪ ক্যারট উভয় ক্ষেত্রেই সোনার দাম কমেছে। আজ ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটের ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম ৫০ টাকা কমেছে। তবে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। একনজরে দেখে নেওয়া যাক আজ সোনা ও রুপোর দাম।

২২ ক্যারেট সোনার দাম

২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫,৫৫০ টাকা

২২ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম  ৪৪,৪০০ টাকা

২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৫,৫০০ টাকা

২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম ৫,৫৫,০০০ টাকা

২৪ ক্যারেট সোনার দাম

২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৬,০৫৫ টাকা

২৪ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম  ৪৮,৪৪০ টাকা

২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬০,৫৫০ টাকা

২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম ৬,০৫,৫০০ টাকা

রুপোর দাম

১ গ্রাম রুপোর দাম ৭৩ টাকা

৮ গ্রাম রুপোর দাম ৫৮৪ টাকা

১০ গ্রাম রুপোর দাম ৭৩০ টাকা

১০০ গ্রাম রুপোর দাম ৭,৩০০ টাকা

১ কেজি রুপোর দাম ৭৩,০০০ টাকা