Gold Price Today: প্রেমিকাও খুশি, আপনার পকেটও! প্রেমের সপ্তাহ শুরু হতেই কমে গেল সোনা-রুপোর দাম
Gold-Silver Rate in Kolkata: ভ্য়ালেন্টাইন্স ডে-তে প্রিয়জনকে উপহার দেওয়া তো অলিখিত নিয়ম যেন। আপনি যদি এখনও প্রিয়জনের জন্য উপহার না কিনে থাকেন, তবে সোনা গহনা উপহার দিন। বাজেট একটু কম থাকলে দিতে পারেন রুপোর ট্রেন্ডিং গহনাও। প্রেমের সপ্তাহ শুরু হতে না হতেই কমে গেল সোনা-রুপোর দাম।
কলকাতা: মিঠে বাতাসের সঙ্গে বইছে প্রেম। আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। আজ থেকে শুরু ভ্যালেন্টাইন্স উইক। আগামী এক সপ্তাহ ধরে পালিত হবে প্রেমের নানা দিন। আজ চকোলেট ডে, তো কাল টেডি ডে। অনেকেই এই দিনগুলিকে পালন করেন। আর ভ্য়ালেন্টাইন্স ডে-তে প্রিয়জনকে উপহার দেওয়া তো অলিখিত নিয়ম যেন। আপনি যদি এখনও প্রিয়জনের জন্য উপহার না কিনে থাকেন, তবে সোনা গহনা উপহার দিন। বাজেট একটু কম থাকলে দিতে পারেন রুপোর ট্রেন্ডিং গহনাও। প্রেমের সপ্তাহ শুরু হতে না হতেই কমে গেল সোনা-রুপোর দাম। মঙ্গলবারের পর আজ, বুধবারও এক ধাক্কায় বেশ অনেকটা কমল সোনা-রুপোর দাম। আজ সোনা-রুপোর দর কত জেনে নিন-
২২ ক্যারেটের সোনার দাম-
৭ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৭ হাজার ৭৪০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে আজ।
২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৭৭ হাজার ৪০০ টাকা।
২৪ ক্যারেটের সোনার দাম-
২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও কমেছে। ২৪ ক্য়ারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬২ হাজার ৯৯০ টাকা।
১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ২৯ হাজার ৯০০ টাকা।
১৮ ক্যারেটের সোনার দাম-
আজ ১৮ ক্যারেটের সোনার দামও কমেছে। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৭ হাজার ২৪০ টাকা।
১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪ লক্ষ ৭২ হাজার ৪০০ টাকা।
রুপোর দাম-
সোনার মতোই দাম কমেছে রুপোরও। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৭৩৫০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে। ১ কেজি রুপোর দর আজ রয়েছে ৭৩ হাজার ৫০০ টাকা।