Gold Price: ৬২ হাজার ছুঁতে পারে সোনা! এ বছরই ভেঙে দিতে পারে সব রেকর্ডও

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 15, 2023 | 5:48 PM

Gold Price: এ বছরই সর্বকালীন রেকর্ড ছঁতে পারে সোনার দর। ৬২ হাজারের গণ্ডি পেরোতে পারে বলে রিপোর্টে অনুমান করা হচ্ছে।

Gold Price: ৬২ হাজার ছুঁতে পারে সোনা! এ বছরই ভেঙে দিতে পারে সব রেকর্ডও
প্রতীকী ছবি

Follow Us

জানুয়ারি মাসের প্রথম থেকেই ঊর্ধ্বমুখী সোনার দাম (Gold Price)। এই দামের সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়ে চড়চড়িয়ে বাড়ছে হলুদ ধাতুর। তাতে লাগাম পরানো যাচ্ছে না। প্রতিদিন বেড়েই চলেছে সোনার দাম। এদিকে বিয়ের মরশুমের আগে সোনার দামের ঊর্ধ্বমুখী দামে হতাশ বাবা-মায়েরা। দাম কমারও কোনও নজির দেখা যাচ্ছে না। একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আইসিআইসিআই ডিরেক্টের পূর্বাভাস সোনার দাম এ বছর সর্বকালীন রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। কমোডিটি মার্কেটে ৬২ হাজারের গণ্ডি ছুঁতে পারে সোনার দাম।

সোনার দাম এত হারে বৃদ্ধির কারণ কী?

আপাতত মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির প্রক্রিয়া কিছুটা মন্থর হয়েছে। এই সুদের হার বৃদ্ধির প্রক্রিয়া আগামিদিনে বন্ধও হতে পারে। এর ফলে ডলারের দাম কিছুটা পড়বে। তখন বিনিয়োগকারীরা ডলারের দিক থেকে মুখ ফেরাবেন। আর তখন তাঁদের নজর পড়বে সোনার উপর। বিনিয়োগকারীদের সোনার প্রতি দৃষ্টিপাতের কারণে অনেকটা হারে দাম বাড়তে পারে সোনার। এছাড়াও আইসিআইসিআই-র রিপোর্ট অনুযায়ী, এ বছর কমোডিটি মার্কেট ছাড়াও সোনার গয়নার প্রতি ঝোঁক বাড়তে পারে গ্রাহকদের। অনেকেই সোনাটিকে বিনিয়োগ ও সঞ্চয়ের একটি জনপ্রিয় মাধ্যম হিসেবে বিবেচনা করে থাকেন। তাই অনেকের মধ্যেই সোনা কিনে বাড়িতে মজুত করার প্রবণতা দেখা যায়।

যেমন ২০২২ সালের তৃতীয় ত্রৈমাসিকে রিজার্ভ ব্যাঙ্ক একেবারে ৪০০ টন সোনা কিনেছিল। সেই ট্রেন্ডই এবছরও অনুসরণ করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। আর সাধারণ মানুষ তো রয়েছেনই। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৯ হাজার টাকার কাছাকাছি ছিল। জানুয়ারিতে তা ৫৬ হাজারের গণ্ডি পেরিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই হারেই সোনার দামবৃদ্ধি হতে থাকলে সোনার দামের সর্বকালীন রেকর্ড ভেঙে যেতে পারে।

তবে চিন্তা শুধুমাত্র সোনালি ধাতু নিয়েই নয়। রুপোর দাম নিয়েও যথেষ্ট মাথাব্যথার কারণ রয়েছে। এ বছর সোনার পাশাপাশি রুপোর দামেও বড় লাফ দেখা যাচ্ছে। আইসিআইসিআই-র রিপোর্ট অনুযায়ী, রুপোর দামও এ দিন ঊর্ধ্বমুখী থাকবে। ১ কেজি রুপোর দাম এই বছর ৮০ হাজারের গণ্ডি পেরোতে পারে। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধি এর অন্যতম কারণ অবশ্যই। এছাড়াও বৈদ্য়ুতিন গাড়ি, ৫ জি-র মতো প্রযুক্তিতে রুপোর ব্যবহার হয়। ফলে রুপোর চাহিদা বাড়তে পারে এ বছর। তবে সোনা-রুপো ছাড়া মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে উপলব্দ যেকোনও ধাতুর দাম বাড়তে পারে এই বছর।