Gold Price Today: একধাক্কায় ৩০০০ টাকা কমল দাম, আজই সোনা কেনার সুবর্ণ সুযোগ

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 01, 2023 | 12:29 PM

Gold Price Drop: আর দিন কয়েক বাদেই ধনতেরাস। তারপরই রয়েছে দিওয়ালি। আর এরইমাঝে দারুণ খবর। এক ধাক্কায় ৩ হাজার টাকা কমল সোনার দাম। আপনারও যদি সোনা কেনার পরিকল্পনা থাকে, তবে দেরি না করে আজই কিনে নিন।

Gold Price Today: একধাক্কায় ৩০০০ টাকা কমল দাম, আজই সোনা কেনার সুবর্ণ সুযোগ
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

কলকাতা: চলছে উৎসবের মরশুম। আর দিন কয়েক বাদেই ধনতেরাস। তারপরই রয়েছে দিওয়ালি। আর এরইমাঝে দারুণ খবর। এক ধাক্কায় ৩ হাজার টাকা কমল সোনার দাম। আপনারও যদি সোনা কেনার পরিকল্পনা থাকে, তবে দেরি না করে আজই কিনে নিন। সামান্য কমেছে রুপোর দামও। গহনা কেনার আগে আজ সোনা-রুপোর দর কত, তা জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

১ গ্রাম সোনা– ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৬৪০ টাকা। গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৫৬৭০। অর্থাৎ একদিনে দাম কমেছে ৩০ টাকা।

৮ গ্রাম সোনা– ২২ ক্য়ারেটের ৮ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৫ হাজার ১২০ টাকা। গতকাল ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৫ হাজার ৩৬০ টাকা। একদিনে দাম কমেছে ২৪০ টাকা।

১০ গ্রাম সোনা– আজ ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৬ হাজার ৪০০ টাকা। গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৬ হাজার ৭০০ টাকা। অর্থাৎ একদিনে ৩০০ টাকা দাম কমেছে।

১০০ গ্রাম সোনা– ১০০ গ্রাম ২২ ক্যারেটের সোনার দাম ৫ লক্ষ ৬৪ হাজার টাকা। গতকাল এর দাম ছিল ৫ লক্ষ ৬৭ হাজার টাকা। অর্থাৎ একদিনে ৩০০০ টাকা দাম কমেছে।

২৪ ক্য়ারেট সোনার দাম-

১ গ্রাম সোনা– আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম ক্যারেটের দাম রয়েছে ৬১৫৩ টাকা। গতকাল ১ ক্যারেট সোনার দাম ছিল ৬১৮৫ টাকা। একদিনে দাম কমেছে ৩২ টাকা।

৮ গ্রাম সোনা- আজ ২৪ ক্যারেটের ৮ গ্রাম সোনার দাম রয়েছে ৪৯ হাজার ২২৪ টাকা। গতকাল এর দাম ছিল ৪৯ হাজার ৪৮০ টাকা। একদিনে দাম কমেছে ২৫৬ টাকা।

১০ গ্রাম সোনা– ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬১ হাজার ৫৩০ টাকা। গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৬১ হাজার ৮৫০ টাকা। অর্থাৎ একদিনে ৩২০ টাকা দাম কমেছে।

১০০ গ্রাম সোনা– ২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ১৫ হাজার ৩০০ টাকা। গতকাল ১০০ গ্রাম সোনার দাম ছিল ৬ লক্ষ ১৮ হাজার ৫০০ টাকা। অর্থাৎ একদিনে দাম কমেছে ৩২০০ টাকা।

 

Next Article