Gold Price Today: গহনা কেনার সুবর্ণ সুযোগ, মাসের শেষে কতটা কমল সোনা-রুপোর দাম?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 29, 2023 | 10:41 AM

Gold Price Today: সদ্যই জামাইষষ্ঠী ও তার পরেরদিন এক ধাক্কায় অনেকটাই কমেছিল সোনার দাম। তবে মাসের একদম শেষভাগে এসে খুব একটা বদল হল না সোনার দামে।

Gold Price Today: গহনা কেনার সুবর্ণ সুযোগ, মাসের শেষে কতটা কমল সোনা-রুপোর দাম?
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা:  মে মাসের শেষভাগটা ভালই কাটছিল স্বর্ণ ব্যবসায়ীদের। হুড়মুড়িয়ে কমছিল সোনার দাম। ফলে দোকানে ভিড়ও বাড়ছিল ক্রেতাদের। সদ্যই জামাইষষ্ঠী ও তার পরেরদিন এক ধাক্কায় অনেকটাই কমেছিল সোনার দাম। তবে মাসের একদম শেষভাগে এসে খুব একটা বদল হল না সোনার দামে। আজ, সোমবার অপরিবর্তিত রইল সোনার দাম। গতকাল ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ছিল ৫ হাজার ৫৫৫ টাকা। আজও সেই দামই রয়েছে। পরিবর্তন হয়নি রুপোর দামেও।

সোমবার সকাল ১০ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৫৫৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৪,৪৪০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৫,৫৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৫৫,৫০০ টাকা

 

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,০৬০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৮,৪৮০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬০,৬০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,০৬,০০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭৩,০০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

বিগত দুই-তিন ধরে দাম কমছিল সোনার। বিগত এক মাসে সর্বনিম্ন হয়েছিল সোনার দর। বিগত ১০ দিনে সোনার সর্বোচ্চ দাম ছিল গত ২০ মে, সেই দিন ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৬১,৪২০ টাকা।

সোমবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১৯৪৫.৭৫ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

সোমবার প্রতিবেদনটি লেখার সময় সর্বোচ্চ ছিল টাইটান কোম্পানির শেয়ারের দর। বর্তমানে টাইটানের শেয়ারের দাম ২,৭৬৬ টাকা। কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম ১০৫.৭০ টাকা। পিসি জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ২৫.৪০ টাকা।

Next Article