Gold Price Today: আজ কলকাতায় সোনা-রুপোর দর কত? দেখে নিন দামের তালিকা

Gold Price Today: বৃহস্পতিবার দাম বাড়েনি সোনার। তবে এদিন দাম কমেছে রুপোর।

Gold Price Today: আজ কলকাতায় সোনা-রুপোর দর কত? দেখে নিন দামের তালিকা
মঙ্গলবার সকাল ১১ টা অনুযায়ী, ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৪,৯৮০ টাকা। ৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৩৯,৮৪০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪৯,৮০০ টাকা। ১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪,৯৮,০০০ টাকা ।

| Edited By: অঙ্কিতা পাল

Nov 10, 2022 | 2:23 PM

কলকাতা: গতকাল অনেকটা হারে দাম বেড়েছিল সোনার (Gold Price Today)। তবে বৃহস্পতিবার সোনার দামে কোনও হেরফের দেখা যায়নি। এদিন অপরিবর্তিত রয়েছে হলুদ ধাতুর দাম। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৭,৩৬০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৫১,৬৭০ টাকা। সোনার পাশাপাশি এদিন দাম বেড়েছে রুপোরও। আজ ১ কেজি রুপোর দাম বেড়েছে ৮৫০ টাকা। এদিন সোনার দামে কোনও হেরফের দেখা না গেলেও রুপোর দামে পতন দেখা গিয়েছে। বৃহস্পতিবার ১ কেজি রুপোর দাম কমেছে ৩০০ টাকা।

বৃহস্পতিবার বেলা ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৩৬ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৮৮৮ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৩৬০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৩,৬০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৬৭ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৩৩৬ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৬৭০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৬,৭০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬১,৪০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

পরপর দু’দিন দাম কমার পর এদিন অপরিবর্তিত রয়েছে হলুদ ধাতুর দাম। এদিনও গত ১ মাসে সর্বোচ্চ রইল সোনার দাম। তবে সামান্য কমল রুপোর দর।

গত দু’দিন বিশ্ব বাজারে খানিকটা দাম বেড়েছিল সোনার। তবে তার প্রভাব দেশীয় সোনার বাজারে পড়েনি। বুধবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম বেড়ে হয়েছিল ১,৭০৯.১৫ মার্কিন ডলার। এদিন তা সামান্য কমে হল ১,৭০৬.৪৫ মার্কিন ডলার। তবে দেশীয় বাজারে এদিন অপরিবর্তিত রয়েছে সোনার দর।

সোনার শেয়ার বাজারের দাম :

বৃহস্পতিবার প্রতিবেদনটি লেখার সময় অনেকটা দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। গতকালে এই সংস্থার শেয়ারের দাম ছিল ২,৭২০ টাকা। এদিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২.৬৪০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১০৩.৪০ টাকা। তবে এদিন দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৯৪ টাকা।