Gold Price Today: বিয়ের মরশুমে কত দরে বিকোচ্ছে সোনা?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Nov 25, 2022 | 10:58 AM

Gold Price Today: বিয়ের মরশুমে শুক্রবার অপরিবর্তিত রয়েছে সোনার দাম। এদিন দাম কমেছে রুপোর।

Gold Price Today: বিয়ের মরশুমে কত দরে বিকোচ্ছে সোনা?
আজ সকাল ১১ টা অনুযায়ী, ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৫,০১৫ টাকা। ৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৪০,১২০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৫০,১৫০ টাকা। ১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৫,০১,৫০০ টাকা।

Follow Us

কলকাতা: গতকাল দাম বেড়েছিল সোনার (Gold Price Today)। তবে শুক্রবার অপরিবর্তিত রইল সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৮,৫৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৫২,৯৭০ টাকা। এদিন সোনার দাম অপরিবর্তিত থাকলেও দাম কমেছে রুপোর (Silver Price Today)। শুক্রবার ১ কেজি রুপোর দাম কমেছে ২০০ টাকা।

শুক্রবার বেলা ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৮৫৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,৮৪০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৮,৫৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৮৫,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২৯৭ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪২,৩৭৬ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,৯৭০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২৯,৭০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬২,০০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

বিয়ের মরশুমে সোনার দাম বাড়ায় মাথায় হাত পড়েছিল ক্রেতাদের। তবে এদিন অপরিবর্তিত রয়েছে সোনার দাম। এদিন দাম কমেছে রুপোরও।

এদিন বিশ্ব বাজারে বেড়েছে সোনার দাম। তবে তার প্রভাব দেশীয় বাজারে পড়েনি। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭৫৪.৭১ মার্কিন ডলার। এদিন ১ ট্রয় আউন্স সোনার দাম বেড়ে হয়েছে ১,৭৫৯.০৬ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

শুক্রবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২,৫৯৮.১০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৯৯.৫০ টাকা। শুক্রবার দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৭৯ টাকা।

Next Article