কলকাতা: বিয়ের মরশুম শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই বেড়েছে সোনার চাহিদা। আর চাহিদা বৃদ্ধির সঙ্গে-সঙ্গে ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম (Gold Price)। সোমবারই সর্বকালের রেকর্ড ছাড়িয়েছিল হলুদ ধাতুর দাম। মঙ্গলবার দামে আরও এক নতুন রেকর্ড গড়ল সোনা। এদিন কলকাতায় ২৪ ক্যারেটের ১০ সোনার দাম ৬৪ হাজার টাকার গণ্ডি ছাড়িয়েছে। আর ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম প্রায় ৬০ হাজারের দোরগোড়ায়।
সোমবার কলকাতায় ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৮ হাজার ৪৫০ টাকা। এদিন আরও ৪০০ টাকা দাম বেড়েছে। ফলে এদিন ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার নতুন দাম দাঁড়াল ৫৮,৮৫০ টাকা। অন্যদিকে, সোমবার কলকাতায় ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৬৩ হাজার ৭৬০ টাকা। এদিন ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আরও ৪৪০ টাকা বেড়েছে। ফলে নতুন দাম দাঁড়াল ৬৪ হাজার ২০০ টাকা। সোনার এই দাম সর্বকালীন রেকর্ড ছাড়িয়েছে। কেবল কলকাতা বা ভারতে নয়, সমগ্র বিশ্ববাজারেই এখন সোনার দাম ঊর্ধ্বগামী।
অন্যদিকে সোনার গয়নার দাম ক্রমাগত বাড়লেও রুপোর দাম আপাতত কিছুটা স্থিতিশীল। এদিন কলকাতায় ১ কেজি রুপোর দাম ৮০ হাজার ৫০০ টাকা। রবিবার থেকে রুপোর একই দামই রয়েছে।