কলকাতা: মার্চ মাসের শুরুতেই ছ্যাঁকা দিচ্ছিল সোনার দাম। ফাল্গুনে বিয়ের মরশুম জুড়েই চড়া ছিল সোনার দাম। তবে চৈত্র পড়তেই কমতে শুরু করল সোনার দাম। সপ্তাহের শুরুতেই, সোমবারে কমল সোনার দাম। একই সঙ্গে রুপোর দামও কমেছে বেশ অনেকটা। আপনার যদি চৈত্র মাসে কিছু কেনাকাটার পরিকল্পনা থাকে, তবে সোনা-রুপোই কিনে ফেলুন। আজ সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-
আজ, সোমবার ২২ ক্যারেটের ১গ্রাম সোনার দাম রয়েছে ৬ হাজার ৫৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬০ হাজার ৫৮০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে।
২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও আজ কমেছে সামান্য। ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬০৯ টাকা।
২৪ ক্যারেটের ১০ গ্রাম গ্রাম সোনার দাম রয়েছে ৬৬ হাজার ৯০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৪ হাজার ৯৫৮ টাকা।
১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৯ হাজার ৫৮২ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে।
সোনার সঙ্গেই দাম কমেছে রুপোরও। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৭৬৮০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ৭৬ হাজার ৮০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে রুপোর।