কলকাতা: শুধু তাপমাত্রার পারদই নয়, সঙ্গে সঙ্গে চড়ছে সোনার দামও। এপ্রিলেই সোনার দামে রেকর্ড ভেঙেছে। মাঝে ৭৪ হাজারের গণ্ডি পার করেছিল সোনার দাম। তারপরে সামান্য করে হলেও, কমেছে সোনার দাম। আজ, সপ্তাহের প্রথম দিনেও সামান্য কমল সোনার দাম। একইসঙ্গে কমেছে রুপোর দামও। এই বিয়ের মরশুমে যদি আপনার সোনা কেনার পরিকল্পনা থাকলে, আজ সুবর্ণ সুযোগ।
আজ, ২২ এপ্রিল ২২ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮০৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮ হাজার ৪০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে। ২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৮০ হাজার ৪০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা কম।
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৪২৩ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭৪ হাজার ২৩০ টাকা।
১৮ ক্যারেটের সোনার দামও আজ কমেছে। ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৫৬৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৫ হাজার ৬৭০ টাকা।
সোনার মতোই দাম কমেছে রুপোরও। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৬৪০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ৮৬ হাজার ৪০০ টাকা।