
শুধুমাত্র গয়না হিসাবে পরার জন্যই সোনা কেনে বাঙালি এমন ভাবা ভুল। সোনা মানুষকে ভবিষ্যতের যে কোনও আপৎকালীন অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার মনের জোরও জোগায়। ২০২৪ সালের ২৫ জুলাই থেকে ২০২৫ সালের ১৩ জুনের মধ্যে ৪৫ শতাংশের বেশি বেড়েছে সোনার দাম। ২০২৪ সালের ২৫ জুলাই ভারতে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রায় ৭০ হাজার টাকার কাছাকাছি।
অথচ, ২০২৫ সালের জুনের শেষভাগে হুড়মুড়িয়েই পড়েছে সোনার দাম। মাত্র ১৫ দিনের মধ্যে প্রায় ৪ শতাংশ নেমেছে দাম। যদিও মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহে জুন মাসের মাঝামাঝি বেশ অনেকটা উপরের দিকে অবস্থান করছিল এই ধাতুর দাম। কিন্তু তারপর ভূ-রাজনৈতিক উত্তেজনা অনেকাংশে প্রশমিত হয়ে যায়। তারপরই হুড়মুড়িয়ে নামতে থাকে সোনার দাম।
কিন্তু কত নীচে নামবে এই মূল্যবান ধাতুর দাম? সিটি ব্যাঙ্ক বলছে ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিকে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম নেমে আসতে পারে ৯১ হাজার ৭৫৫ টাকায়। পরবর্তীতে আরও কমতে পারে এই ধাতুর দাম। বিশেষজ্ঞ ম্যাক্স লেটন অবশ্য আরও আশার আলো দেখিয়েছেন। তিনি বলছেন, ২০২৬ সালের শেষ দিকে সোনা নেমে আসতে পারে ৭৫ হাজার টাকা থেকে ৮২ হাজার টাকার মধ্যে।
কিন্তু কী মনে করছেন এই বাংলার স্বর্ণ ব্যবসায়ীরা? স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে বলছেন, “আমার ধারণা, সোনার দাম আপাতত কিছুটা কমলেও, আগামী দিনে সোনার দাম বৃদ্ধির দিকেই থাকবে। কারণ আমেরিকার অবস্থা খুব ভাল নয়। মাঝে মাঝেই নীচের দিনে নামছে ডলারের দাম। ফলে, মাঝে কিছুদিন কমার পর সোনার দাম আবারও বাড়ছে”।
ফলে, সোনার দাম এখন কিছুটা কমলেও আগামীতে আবারও বাড়তেই পারে এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে, বিশেষজ্ঞদের কথা ধরে বলা যায়, যাঁরা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন দাম কমা দেখে তাঁদের আশঙ্কা করার কিছু নেই। আবার যাঁরা কিনবেন বলে ভাবছেন, তাঁদের অপেক্ষা করার কোনও কারণ নেই।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।