Gold Price: ১০ গ্রাম সোনার দাম ৮০ হাজারেরও কম, এবার কি দোকানে উপচে পড়বে ক্রেতাদের ভিড়!

Gold Price: সোনার এই মূল্য বৃদ্ধির কারণে, ২২ ক্যারেট সোনার গয়নার চাহিদা কমলেও বেড়েছে অন্যান্য বিভিন্ন ধরনের সোনার গয়নার চাহিদা।

Gold Price: ১০ গ্রাম সোনার দাম ৮০ হাজারেরও কম, এবার কি দোকানে উপচে পড়বে ক্রেতাদের ভিড়!
Image Credit source: brightstars/E+/Getty Images

Aug 01, 2025 | 1:10 PM

গত ২ থেকে ৩ বছরে চড়চড়িয়ে বেড়েছে সোনার দাম। এমনকি সোনার দামের এই বৃদ্ধি ছাপিয়ে গিয়েছে দেশের বিভিন্ন শেয়ার সূচককে। এই কয়েক বছরে সোনার মতো রিটার্ন দিতে পারেনি কোনও সূচকই। কিন্তু সোনার দামের এই হুড়মুড়িয়ে বাড়া, এতে চাপে পরেছেন দেশের মধ্যবিত্ত শ্রেণি। কারণ, বিভিন্ন উৎসবে, উপহারে সোনা দেওয়ার যে চল ছিল, সোনার দাম বাড়ায় সেই ব্যাপারটা কমেছে। যাঁরা প্রয়োজনে সোনা কেনেন, যেমন ধরুন ছেলে বা মেয়ের বিয়ে, চাপে পড়েছেন তাঁরাও।

তবে সোনার এই মূল্য বৃদ্ধির কারণে, ২২ ক্যারেট সোনার গয়নার চাহিদা কমলেও বেড়েছে অন্যান্য বিভিন্ন ধরনের সোনার গয়নার চাহিদা। ব্যাপারটা কী রকম? ধরুন ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনা, যার দাম ৩০ জুলাই ছিল ৭৫ হাজার ৪১০ টাকা। অর্থাৎ ৮০ হাজারের থেকেও কম।

উল্লেখ্য, সোনার দাম হু হু করে বাড়ায় এবার ৯ ক্যারাটের সোনাতেও হলমার্কিংয়ে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তাতে ৪০ হাজার টাকার চেয়েও কম দামে ১০ গ্রাম সোনা কিনতে পারবে মানুষ।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।