
গত কয়েকদিন ধরে ক্রমাগত নেমেছিল সোনার দাম। জুন মাসের ১৪ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে প্রায় ৪ শতাংশ পড়েছিল এই ধাতুর দাম। তারপর আজ জুলাই মাসের প্রথম দিনই লাফিয়ে কিছুটা বাড়ল দাম।
ইরান-ইজরায়েল উত্তেজনা ধীরে ধীরে প্রশমিত হওয়ার পর নামছিল সোনার দাম। একই সঙ্গে বিশেষজ্ঞ ম্যাক্স লেটন ইতিমধ্যে ভবিষ্যদ্বাণী করেছেন ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৭৫ হাজার টাকার কাছাকাছি নামতে পারে। কিন্তু জুলাই মাসের প্রথম দিনই সেই ভবিষ্যদ্বাণীর উল্টো দিকে লাফিয়ে বাড়ল সোনার দাম।
আজ ১ হাজার ১৪০ টাকা বেড়েছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম। যা গতকালের তুলনায় প্রায় ১.১৬ শতাংশ বৃদ্ধি। জুলাই মাসের প্রথম দিনই ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৭০ টাকা। ১ গ্রাম সোনার দাম আজ ৯ হাজার ৮৪৭ টাকা।
১০ গ্রাম গয়নার সোনার দাম আজ বেড়েছে ১ হাজার ৫০ টাকা। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৯০ হাজার ২০০ টাকা। ১ গ্রাম সোনার দাম হয়েছে ৯ হাজার ২০ টাকা
দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। প্রতি ১০ গ্রামে ৮৫০ টাকা দাম বেড়েছে এই সোনার। জুলাই মাসের প্রথম দিনে এই সোনার ১০ গ্রামের দাম হয়েছে ৭৩ হাজার ৮৫০ টাকা। ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৭ হাজার ৩৮৫ টাকা।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।