Gold Price Today : স্বস্তি মিলল না সোনার দামে, ফের ঊর্ধ্বমুখী হলুদ ধাতু

Gold Price Today : গত দু'দিন সোনার দামে পতন দেখার পর বৃহস্পতিবার ফের দাম বাড়ল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হল ৪৭,৬০০ টাকা।

Gold Price Today : স্বস্তি মিলল না সোনার দামে, ফের ঊর্ধ্বমুখী হলুদ ধাতু
ছবি সৌজন্যে : PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jun 02, 2022 | 12:10 PM

কলকাতা : জামাইষষ্ঠীর আগে গয়না ক্রেতাদের স্বস্তি বেশিদিন স্থায়ী হল না। গত দু’দিন পরপর সোনার দাম কমার পর এদিন বাজারে খুলতেই ফের দাম বাড়ল সোনার। বৃহস্পতিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্য়ারেট সোনার দাম বাড়ল ১১০ টাকা। গতকাল রুপোর দামে বড় পতন দেখা গিয়েছিল। কিন্তু এদিন সোনার সঙ্গে তাল মিলিয়ে বাড়ল রুপোর দামও। এদিন এক কেজি রুপোর দাম বাড়ল ৮০০ টাকা।

এমসিএক্স সূচকে এদিন সকাল ১০ টা অনুযায়ী সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৬০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,০৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৬০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৬,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৯৩ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৫৪৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৯৩০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৯,৩০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬১,৪০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

সপ্তাহের শুরুতেই সোনার দাম ঊর্ধ্বমুখী হলেও গত দু’দিন কিছুটা সস্তা হয়েছিল সোনা। কিন্তু বৃহস্পতিতে ফের ঊর্ধ্বমুখী সোনার দাম।গতকাল এক কেজি রুপোর দাম কমেছিল ১০০০ টাকা। কিন্তু এদিন বাজার খুলতেই দাম বাড়ল রুপোরও। এক কেজি রুপোর দাম বেড়েছে ৮০০ টাকা।

বিশ্ব বাজারেও দাম বাড়ল সোনার। গতকাল এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৮৩৭.২৩ মার্কিন ডলার। এদিন তা বেড়ে হয়েছে ১,৮৪৮.৬৫ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

বৃহস্পতিবার বাজার খুলতেই দাম বাড়ল টাইটান কোম্পানির শেয়ারের। এদিন টাইটানের শেয়ারের দাম হয়েছে ২,২১২.৮৫ টাকা। এদিকে পিসি জুয়েলারের শেয়ারের দামও বেড়ে হয়েছে ২২.৬০ টাকা। দাম বেড়েছে কল্যাণ জুয়েলারের শেয়ারেরও। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম হয়েছে ৬০.৮০ টাকা।