Gold Price Today: শনিবারে রেকর্ড লাফ, ৬০ হাজারের গণ্ডি পেরোল সোনার দর, রুপোর কী হাল?

Gold Price Today: শনিবারে অনেকটা হারে দাম বাড়ল সোনা-রুপোর। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৫০০ টাকা।

Gold Price Today: শনিবারে রেকর্ড লাফ, ৬০ হাজারের গণ্ডি পেরোল সোনার দর, রুপোর কী হাল?
প্রতীকী ছবি

| Edited By: অঙ্কিতা পাল

Mar 18, 2023 | 11:33 AM

কলকাতা: সোনার দাম যেন কোনও বাধাই মানছে না। চড়চড়িয়ে বেড়েই চলেছে হলুদ ধাতুর দর। গত বেশ কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী সোনার দর। আর শনিবার সোনার দামে বড় লাফ সোনার (Gold Price Today)। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ১৫০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ১৬৩০ টাকা। তিনদিনে ২৪৫০ টাকা বেড়েছে সোনার দাম।সোনার পাশাপাশি আজ অনেক হারে দাম বেড়েছে রুপোর (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর দাম বেড়েছে ২,৩০০ টাকা।

শনিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৫৩০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৪,২৪০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৫,৩০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৫৩,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,০৩২ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৮,২৫৬ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬০,৩২০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,০৩,২০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭২,১০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

সব রেকর্ড ভেঙে দিল সোনার দর। শনিবার সর্বোচ্চ হয়েছে সোনার দাম। একাধিক গবেষণা থেকে জানা গিয়েছে, এই বছরে ৬০ হাজারের রেকর্ড ভেঙে যেতে পারে সোনার দরের। এখন ঊর্ধ্বমুখী সোনার দরে এটা স্পষ্ট যে সেদিকেই এগোচ্ছে সোনার দর। সোনার পাশাপাশি অনেকটা হারে দাম বেড়েছে রুপোরও। । গত এক মাসে সর্বোচ্চ হল রুপোর দর।

বিশ্ব বাজারে হু হু করে বাড়ছে স্পট গোল্ডের দাম। তার ফলে দেশীয় বাজারেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দর। বিশ্ব বাজারে আজ ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৯৮৯.০১ মার্কিন ডলার। এর ফলে দেশীয় বাজারেও রেকর্ড দাম বেড়েছে সোনার।

সোনার শেয়ার বাজারের দাম :

শনিবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৪৫৫.৯০ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১১৯.৫০ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২৬.৭৮ টাকা।