Gold Price Today: বিয়ের মরশুমে অপরিবর্তিত রইল সোনার দামে, এদিন কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?

Gold Price Today: সোমবার অপরিবর্তিত রয়েছে সোনার দাম। রুপোর দামেও কোনও পরিবর্তন দেখা যায়নি।

Gold Price Today: বিয়ের মরশুমে অপরিবর্তিত রইল সোনার দামে, এদিন কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?
ছবি সৌজন্যে : PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2022 | 2:47 PM

কলকাতা: আর কিছুদিন পরেই শুরু হয়ে যাচ্ছে বিয়ের মরশুম। এই আবহে সপ্তাহের প্রথম দিনেই অপরিবর্তিত রয়েছে সোনার দাম (Gold Price Today)। ফলে স্বাভাবিকভাবেই মুখে হাসি ক্রেতাদের। সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৮,২৬০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৫২ হাজার ৬৪০ টাকা। আর এদিন দাম একই রয়েছে রুপোর (Silver Price Today)। সোমবার ১ কেজি সোনার দাম রয়েছে ৬১ হাজার ৭০০ টাকা।

সোমবার বেলা ১২ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৮২৬ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,৬০৮ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৮,২৬০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৮২,৬০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২৬৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪২,১১২ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,৬৪০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২৬,৪০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬১,৭০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

বিয়ের মরশুমে অপরিবর্তিত রইল সোনা-রুপোর। শনিবার গত ৩ মাসে সর্বোচ্চ ছিল সোনার দাম। এদিনও সেই দামই বজায় রইল। রুপোর দামেও এদিন কোনও পরিবর্তন দেখা যায়নি।

বিশ্ব বাজারেও ঊর্ধ্বমুখী রয়েছে সোনার দাম। ফলে স্বাভাবিকভাবেই দেশীয় বাজারে তার প্রভাব পড়েছে। শনিবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৭৭০.৭০ মার্কিন ডলার। সোমবার আন্তর্জাতিক বাজারে সেই সোনার দাম সামান্য বেড়ে ১ ট্রয় আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১,৭৬২ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

সোমবার প্রতিবেদনটি লেখার সময় অনেকটা দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৬৩৫.৩৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১০২.৭৫ টাকা। এদিন দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৮৯.৪৫ টাকা।