কলকাতা: মিঠে রোদ, রয়েছে শীতের আমেজ। বাতাসই জানান দিচ্ছে বিয়ের মরশুম এসে গিয়েছে। আর বিয়ের মরশুমে সোনার কেনাকাটি হবে না, তা কি হতে পারে? তবে শখ থাকলেই তো হল না, সাধ্যের মধ্যেও থাকতে হবে সোনার দাম। নভেম্বরের শুরুতে প্রথম কয়েকদিন দাম বেশি থাকলেও, লাগাতার কয়েকদিন ধরেই কমছে সোনার দাম। যাদের সামনেই বিয়ে বা যারা উপহারের জন্য অল্প বাজেটে গহনা কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এখনই সোনা কেনার সুবর্ণ সুযোগ। তবে দোকানে যাওয়ার আগে আজকের সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২৭৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭২ হাজার ৭৫০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ২৭ হাজার ৫০০ টাকা।
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৯৩৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৯ হাজার ৩৬০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ৯৩ হাজার ৬০০ টাকা।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৯৫২ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৯ হাজার ৫২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৯৫ হাজার ২০০ টাকা।
মাঝে রুপোর দাম লাখ টাকায় পৌঁছেছিল। তবে এখন সোনার দামের মতো রুপোর দামও কিছুটা কম। আজ, রবিবার ১০০ গ্রাম রুপো কিনতে খরচ হবে ৯৪০০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯৪ হাজার টাকা।