Gold Price Today: উল্টো রথে উলট পুরাণ! কমল সোনার দাম, চড়ল রুপোর দর

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 28, 2023 | 1:02 PM

Gold Price Today: সোমবারের তুলনায় মঙ্গলবার অপরিবর্তিত ছিল সোনার দাম। গতকাল ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ছিল ৫হাজার ৪৩৫ টাকা। আজ সেই দাম কমে দাঁড়িয়েছে ৫৪০৫ টাকায়। ৮ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৩ হাজার ২৪০ টাকা।

Gold Price Today: উল্টো রথে উলট পুরাণ! কমল সোনার দাম, চড়ল রুপোর দর
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: উল্টো রথের দিনে সুখবর। ফের কমল সোনার দাম (Gold Price Fall)। গোটা জুন মাস ধরেই নিম্নমুখী ছিল সোনার দাম। তবে চলতি সপ্তাহের শুরুতে অপরিবর্তিত ছিল হলুদ ধাতুর দাম। আজ, বুধবার ফের এক ধাক্কায় তিন হাজার টাকা কমল সোনার দাম। তবে উল্টো পথে হেঁটেছে রুপো(Silver)। আজ কিছুটা চড়ল রুপোর দাম (Silver Price)। উল্টো রথের শুভ তিথিতে যদি আপনার গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে দোকানে যাওয়ার আগে সোনা-রুপোর দাম দেখে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

সোমবারের তুলনায় মঙ্গলবার অপরিবর্তিত ছিল সোনার দাম। গতকাল ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ছিল ৫হাজার ৪৩৫ টাকা। আজ সেই দাম কমে দাঁড়িয়েছে ৫৪০৫ টাকায়। ৮ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৩ হাজার ২৪০ টাকা। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ৩০০ টাকা। আজ, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৪ হাজার ৫০ টাকা রয়েছে, যা গতকালের তুলনায় ৩০০ টাকা কম। ২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম ৫ লক্ষ ৪০ হাজার ৫০০ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় আজ ৩০০০ টাকা কমেছে সোনার দাম।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ হাজার ৮৯৬ টাকা।  ৮ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪৭ হাজার ১৬৮ টাকা। ১০ গ্রাম খাঁটি সোনার দাম ৫৮ হাজার ৯৬০ টাকা। ১০০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৮৯ হাজার ৬০০ টাকা।

দাম বাড়ল রুপোর-

সোনার দাম কমলেও, আজ বেড়েছে রুপোর দাম। আজ ১ গ্রাম রুপোর দাম বেড়ে দাঁড়িয়েছে ৭১.৯০ টাকায়। ৮ গ্রাম রুপোর দাম ৭১৯ টাকা, যা গতকালের থেকে ৪ টাকা বেশি। ১০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৭১৯০ টাকা। যা গতকালের থেকে ৪০ টাকা বেশি। অন্যদিকে, ১০০ গ্রাম রুপোর দাম ৭১ হাজার ৯০০ টাকা।

Next Article