
কলকাতা: হালকা শীতের আমেজ। বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে পুরোদমে। সামনেই বন্ধুবান্ধব বা প্রিয় কোনও মানুষের বিয়ে? কী উপহার দেবেন ভেবে পাচ্ছেন না, তাহলে নিশ্চিন্তে ছোটখাটো একটা সোনার গহনা কিনে দিতেই পারেন। বর্তমানে সোনার দর আকাশছোঁয়া হলেও, বিগত এক সপ্তাহে বেশ অনেকটাই কমেছে দাম। ফলে কিছুটা হলেও এখন সোনা কেনা সম্ভব। তবে দোকানে যাওয়ার আগে অবশ্যই সোনার দাম কত রয়েছে আজ, জেনে নিন-
আজ, ১০ নভেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১২ হাজার ২০১ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ২২ হাজার ১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ১২ লক্ষ ২০ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
২২ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ হাজার ১৮৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ১১ হাজার ৮৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ লক্ষ ১৮ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ১৫১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯১ হাজার ৫১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ লক্ষ ১৫ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
আজ রুপোর দামও কমেছে কিছুটা। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৫ হাজার ২৪০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।