কলকাতা: সোনা কিনতে চান? এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। টানা এক সপ্তাহ ধরেই লাগাতার কমল সোনার দাম (Gold Price)। জুন মাস জুড়েই ক্রমাগত কমেছে সোনা-রুপোর দাম। মাসের শেষেও সেই ধারা অব্যাহত রয়েছে। আজ, শুক্রবার একধাক্কায় চার হাজার টাকা কমল সোনার দাম। এর আগে বৃহস্পতিবার দুই হাজার টাকা কমেছিল। তার আগের দিন, বুধবারও তিন হাজার টাকা কমেছিল সোনার দাম। অন্য়দিকে, নিম্নমুখী রুপোর দামও। আজ ৫০০ টাকা কমেছে রুপোর দাম। সুতরাং আপনারও যদি গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে এখনই সুবর্ণ সুযোগ। আজকে সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন..,
আজ ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫,৪১০ টাকা। ৮ গ্রাম সোনার দাম রয়েছে ৪৩,২৮০ টাকা এবং ১০ গ্রাম সোনার দাম ৫৪,১০০ টাকা রয়েছে। ২২ ক্যারেট ১০০ গ্রাম রয়েছে ৫,৪১,০০০ টাকা। গতকাল ১০০ গ্রাম সোনার দাম ছিল ৫ লক্ষ ৪৫ হাজার টাকা। অর্থাৎ একদিনেই ৪ হাজার টাকা কমেছে।
অন্যদিকে, ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম আজ ৫৯০২ টাকায় কমে দাঁড়িয়েছে। ৮ গ্রাম ২৪ ক্য়ারেট সোনার দাম ৪৭,২১৬ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৫৯,০২০ টাকা। ২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম ৫ লক্ষ ৯০ হাজার ২০০ টাকা।
সোনার পাশাপাশি নিম্নমুখী রুপোর দামও। গতকাল ১ হাজার টাকা কমেছিল ১ কেজি রুপোর দাম। আজ ৫০০ টাকা কমল রুপোর দাম। ১ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৭১.৫০ টাকা। ৮ গ্রাম রুপো কিনতে খরচ হবে ৫৭২ টাকা। ১০ গ্রাম রুপোর দাম ৭১৫ টাকা। ১০০ গ্রাম রুপোর দাম আজ কমে দাঁড়িয়েছে ৭১৫০ টাকায়। ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৭১ হাজার ৫০০ টাকা।