Gold Price Today: সস্তা হয়ে গিয়েছে সোনা, খবরটা পেয়েছেন তো? নিউ ইয়ারে প্রিয়জনকে গিফ্ট দিয়ে চমকে দিন

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 20, 2024 | 8:31 AM

Gold-Silver Price in Kolkata: বছরের শুরুটা যদি সোনা দিয়ে হয়? তাহলে সারা বছরটাই সোনায় সোহাগ করে কাটবে। বিয়ের মরশুমে মাঝে কয়েকদিন আগেই দাম বেড়েছিল সোনার। তবে, সপ্তাহ শেষে আজ ফের দাম কমল সোনার।

Gold Price Today: সস্তা হয়ে গিয়েছে সোনা, খবরটা পেয়েছেন তো? নিউ ইয়ারে প্রিয়জনকে গিফ্ট দিয়ে চমকে দিন
সোনা-রুপোর দাম কমল আজ।
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: অনেকেই বিশ্বাস করেন যে বছরের প্রথম দিনটা যদি ভাল কাটে, তবে সারা বছরটাই ভাল যায়। তেমনই বছরের শুরুটা যদি সোনা দিয়ে হয়? তাহলে সারা বছরটাই সোনায় সোহাগ করে কাটবে। বিয়ের মরশুমে মাঝে কয়েকদিন আগেই দাম বেড়েছিল সোনার। তবে, সপ্তাহ শেষে আজ ফের দাম কমল সোনার। কমেছে রুপোর দামও। তবে দোকানে যাওয়ার আগে সোনা-রুপোর দাম কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেটের সোনার দাম-

আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৬৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭০ হাজার ৬৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৬ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম ৭৭১২ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৭ হাজার ১২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৭১ হাজার ২০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫ হাজার ৭৮৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৭ হাজার ৮৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

সোনার পাশাপাশি রুপোর দামও আজ কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯ হাজার ১৪০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯১ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

Next Article