
কলকাতা: দু’দিন আগেই পেশ হয়েছে বাজেট। মধ্যবিত্তের আশা-আকাক্ষ্মা অনেকটাই পূরণ হয়েছে এবারের বাজেটে। মোবাইল, টিভি, ইলেকট্রিক ভেহিকল সহ একাধিক পণ্যের দাম কমেছে। তবে বাঙালির মনে প্রশ্ন, সোনার দাম কি কমেছে? কারণ সামনেই বিয়ের মরশুম। সোনার গহনা কেনাকাটি করতেই হবে। সত্যিই বাজেটের পর মিলল সুখবর। কমল সোনার দাম। একইসঙ্গে কমেছে রুপোর দামও। আপনার যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজ কত দাম রয়েছে, জেনে নিন-
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৭৪৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৭ হাজার ৪৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৭৪ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা সোনার দাম কমেছে।
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ৪৪৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৮৪ হাজার ৪৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ৪৪ হাজার ৮০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ৩৩৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৩ হাজার ৩৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৩৩ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
রুপোও সস্তা হয়েছে আজ। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯ হাজার ৯৪০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৯৯ হাজার ৪০০ টাকা। রুপোও ১০০ টাকা সস্তা হয়েছে।