
কলকাতা: বিয়ের মরশুম প্রায় এসেই পড়ল। মাস জুড়ে রয়েছে একাধিক বিয়ের ডেট। বাড়ির মেয়ের বিয়ে হোক বা নিমন্ত্রণ, কাছের মানুষকে অনেকেই সোনার গহনা উপহার দিতে চান। তবে সোনার আজকাল যা দাম, তাতে গহনার কথা ভাবলেই অনেকের চোখে জল আসছে। তবে মধ্যবিত্তের কথা মাথায় রেখেই যেন আকাশ ছোঁয়ার পর বিশ্ববাজারে একটু একটু নামছে সোনার দাম (Gold Price)। ফলে ভারতেও সস্তা হচ্ছে সোনা। আজও কিছুটা কমল সোনার দাম। মাসের প্রথমেই আপনি যদি সোনা বা রুপোর গহনা কিনতে চান, তাহলে কত টাকা খরচ পড়বে?
আজ, ৩ নভেম্বর ২৪ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম পড়বে ১২ হাজার ২৯৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ১ লক্ষ ২২ হাজার ৯৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ১২ লক্ষ ২৯ হাজার ৯০০ টাকা। একদিনেই ১০০ টাকা দাম কমেছে সোনার।
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ২৭৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১২ হাজার ৭৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ১১ লক্ষ ২৭ হাজার ৪০০ টাকা। একদিনে দাম কমেছে ১০০ টাকা।
১৮ ক্যারেটের সোনার দামও আজ কমেছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ২২৪ টাকা। ১০ গ্রাম সোনার ৯২ হাজার ২৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ লক্ষ ২২ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
আজ সোনার দাম যেমন কমেছে, তেমনই রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৫ হাজার ১৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।