Gold Price Today: ১০ হাজারের বাজেটেই সোনার গহনা! অল্প অল্প করে রোজই কমছে সোনার দাম, পুজোয় নিজেকে সাজান মন ভরে
Gold-Silver Rate: পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। আর পুজোর আগেই সুখবর। আবার সস্তা হল সোনা। পাশাপাশি কমেছে রুপোর দামও। পুজোয় যদি নিজেকে মন ভরে সাজানোর ইচ্ছা থাকে, তবে আজই সোনার দোকানে যান।
কলকাতা: বৃষ্টির ভ্রকূটি কাটিয়ে আকাশ জুড়ে শরতের মেঘ। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। আর পুজোর আগেই সুখবর। আবার সস্তা হল সোনা। পাশাপাশি কমেছে রুপোর দামও। পুজোয় যদি নিজেকে মন ভরে সাজানোর ইচ্ছা থাকে, তবে আজই সোনার দোকানে যান। তবে তার আগে জেনে নিন আজ সোনা-রুপোর দাম কত রয়েছে-
২২ ক্যারেটের সোনার দাম-
আজ, শুক্রবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮২৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮ হাজার ২৪০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৬ লক্ষ ৮২ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
২৪ ক্যারেটের সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৪৪৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৪ হাজার ৪৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৫৮৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৫ হাজার ৮৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৫৮ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
রুপোর দাম-
সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯ হাজার ৯০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৯০ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।