Gold Price Today: বছর শেষে বাম্পার সেল! হু হু করে পড়ছে সোনার দাম, কলকাতার দর দেখে নিন

Gold-Silver Rate in Kolkata: আজ, সপ্তাহের প্রথমদিনেই একধাক্কায় বেশ কিছুটা কমল সোনার দাম। পাশাপাশি সস্তা হয়েছে রুপোও। নতুন বছরে প্রিয়জনকে উপহার দেওয়ার পরিকল্পনা থাকলে, এর থেকে ভাল সুযোগ আর হতে পারে না।

Gold Price Today: বছর শেষে বাম্পার সেল! হু হু করে পড়ছে সোনার দাম, কলকাতার দর দেখে নিন
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Dec 30, 2024 | 9:44 AM

কলকাতা: বছর শেষে ধামাকা অফার। লাগাতার কমছে সোনার দাম। আজ, সপ্তাহের প্রথমদিনেই একধাক্কায় বেশ কিছুটা কমল সোনার দাম। পাশাপাশি সস্তা হয়েছে রুপোও। নতুন বছরে প্রিয়জনকে উপহার দেওয়ার পরিকল্পনা থাকলে, এর থেকে ভাল সুযোগ আর হতে পারে না। তবে আজ সোনার দোকানে যাওয়ার আগে সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেটের সোনার দাম-

আজ, ৩০ ডিসেম্বর ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭১৩৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭১ হাজার ৩৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ১৩ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৭৮৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৭ হাজার ৮৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৭ লক্ষ ৭৮ হাজার ৩০০ টাকা। একদিনেই ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ হাজার ৮৩৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫৮ হাজার ৩৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৮৩ হাজার ৭০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

আজ রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ ৯২৩০ টাকা। ১ কেজি রুপোর দাম ৯২ হাজার ৩০০ টাকা। ১০০ টাকা দাম কমেছে রুপোর।