কলকাতা: সেল সেল সেল! বাজারহাটে বেরলেই শোনা যাচ্ছে এই একটা হাঁক। পয়লা বৈশাখের আগেই দেদার সেল চলছে, তেমনই পাল্লা দিয়ে চলছে কেনাকাটাও। শুধু জামাকাপড় কিনলে হবে? সাজ সম্পূর্ণ করার জন্য তো সোনার গহনাও চাই। তবে এখন যা সোনার দাম, তাতে দোকানের দিকে পা বাড়াতেও ভয় পাচ্ছেন সবাই। সামনেই যাদের বিয়ে বা যারা নিজের জন্য টুকিটাকি গহনা কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য রয়েছে সুখবর। আজ একধাক্কায় অনেকটা কমল সোনার দাম।
আজ, ২৪ মার্চ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ২১৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮২ হাজার ১৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮ লক্ষ ২১ হাজার ৫০০ টাকা। একদিনে ১৫০০ টাকা সোনার দাম কমেছে।
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ৯৬২ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮৯ হাজার ৬২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ৯৬ হাজার ২০০ টাকা। একদিনে ১৬০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ৭২২ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৭ হাজার ২২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৭২ হাজার ২০০ টাকা। একদিনে ১২০০ টাকা দাম কমেছে।
সোনার দাম কমলেও রুপোর দাম কমেনি আজ। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১০ হাজার ১০০ টাকা। ১ কেজি রুপোর দাম ১ লক্ষ ১ হাজার টাকা।