
কলকাতা: চলছে বিয়ের মরশুম। আর সেই মরশুমেই মিলল দারুণ খবর। একধাক্কায় অনেকটা কমে গেল সোনার দাম। কিছুটা হলেও মধ্যবিত্তের সাধ্যে এল হলুদ ধাতু। আপনার যদি সামনে বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠান থাকে এবং সোনার গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে এখনই সোনা কেনার সুবর্ণ সুযোগ। তবে দোকানে যাওয়ার আগে সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-
আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৯ হাজার ৭৫৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯৭ হাজার ৫৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৯ লক্ষ ৭৫ হাজার ৩০০ টাকা। একদিনেই ৩৮০০ টাকা দাম কমেছে সোনার।
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ৯৪০ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ৮৯ হাজার ৪০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৮ লক্ষ ৯৪ হাজার টাকা। একদিনে ৩৫০০ টাকা দাম কমেছে সোনার।
১৮ ক্যারেটের সোনাও সস্তা হয়েছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৩১৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭৩ হাজার ১৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৭ লক্ষ ৩১ হাজার ৫০০ টাকা। একদিনে ২৯০০ টাকা দাম কমেছে।
সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১০ হাজার টাকা। ১ কেজি রুপোর দাম পড়বে ১ লক্ষ টাকা। একদিনে ১০০০ টাকা দাম কমেছে রুপোর।