Gold Price Today: মাসের শুরুতেই সোনার দামে বড় আপডেট, না জানলে লস আপনারই!

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 02, 2024 | 8:28 AM

Gold-Silver Rate: মাসের প্রথমদিনে যেখানে অপরিবর্তিত ছিল সোনার দাম, সেখানেই দ্বিতীয় দিনে কমে গেল সোনার দাম। তবে সোনার দাম কমলেও বেড়েছে রুপোর দাম।

Gold Price Today: মাসের শুরুতেই সোনার দামে বড় আপডেট, না জানলে লস আপনারই!
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

কলকাতা: মাসের শুরুতেই সোনার দাম নিয়ে বড় খবর। মাসের প্রথমদিনে যেখানে অপরিবর্তিত ছিল সোনার দাম, সেখানেই দ্বিতীয় দিনে কমে গেল সোনার দাম। তবে সোনার দাম কমলেও বেড়েছে রুপোর দাম। আপনার যদি মাসের শুরুতেই সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের দর কত রয়েছে, তা জেনেই দোকানে যান।

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬২৪ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৬৬ হাজার ২৪০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে সোনার।

২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৬২ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।

২৪ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও আজ সামান্য কমেছে। ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭২২৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭২ হাজার ২৭০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে।

২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ২২ হাজার ৭০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা কম।

১৮ ক্য়ারেটের সোনার দাম-

২২ ও ২৪ ক্যারেটের সোনার দাম কমলেও, ১৮ ক্যারেটের সোনার দাম বেড়েছে আজ। ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪২২ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছো ৫৪ হাজার ২২০ টাকা। ১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনা কিনতে আজ খরচ পড়বে ৫ লক্ষ ৪২ হাজার ২০০ টাকা। যা গতকালের দামের তুলনায় ১০০ টাকা বেশি।

রুপোর দাম-

আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯ হাজার ৩০ টাকা, যা গতকালের তুলনায় ১০ টাকা বেশি। ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ৯০ হাজার ৩০০ টাকা।

Next Article