কলকাতা : আরও কমল সোনার দাম। এই নিয়ে পরপর দু’দিন দাম কমল হলুদ ধাতুর। গতকালই ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছিল ৩২০ টাকা। এদিন তা আরও ১৩০ টাকা কমল। বুধবার ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। সোনার দাম কমলেও এদিন দাম বাড়ল রুপোর। ১ কেজি রুপোর দাম কমল ৫৪ হাজার ৬০০ টাকা।
বুধবার বেলা ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৪৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,১৬০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৪৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৪,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৬৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৫৪৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৬৮০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৬,৮০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৪,৬০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
পরপর দু’দিন দাম কমল সোনার। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছিল ৩২০ টাকা। এদিন কমল ১৬০ টাকা। গত তিনদিনে সর্বনিম্ন হল সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৬ হাজার ৪৫০ টাকা। এদিন সোনার দাম কমলেও বেড়েছে রুপোর দাম। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ১০০ টাকা। তবে গত চারদিনে এদিন সর্বনিম্ন রয়েছে রুপোর দাম।
বেশ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমছিল। এদিন আরও কমল সোনার দাম। গতকাল ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭২২.৬৪ মার্কিন ডলার। এদিন তা কমে হয়েছে ১,৭১৯.৩৬ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
গতকাল দাম কমার পর বুধবার দাম বাড়ল টাইটান কোম্পানির শেয়ারের। গতকাল টাইটান কোম্পানির শেয়ারের দাম ছিল ২,২৯৩ টাকা। এদিন তা বেড়ে হল ২,৩০১.৪০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দামও বেড়ে হয়েছে ৬৫.৭০ টাকা। তবে আজ কমেছে পিসি জুয়েলারের শেয়ারের দাম। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৪৬.৯০ টাকা।