
কলকাতা: সামনেই একাধিক বিয়ের ডেট। বিয়ের মরশুমে গহনা কিনবেন না, তা কী হয়! গতকাল, ৪ ডিসেম্বরই ঝুপ করে কমেছিল সোনার দাম। আজ, ৫ ডিসেম্বরও সেই ধারা বজায় থাকল। আজও সামান্য কমল সোনার দাম। কলকাতায় এখন সোনার দাম কত রয়েছে, দেখে নিন এক ঝলকে-
আজ, ৫ ডিসেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ হাজার ৯৬৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৬৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ লক্ষ ৯৬ হাজার ৫০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
২২ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ হাজার ৮৮৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৮৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ লক্ষ ৮৮ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের সোনার দামও সামান্য কমেছে। ১ গ্রাম সোনার দাম আজ পড়বে ৯ হাজার ৭২৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯৭ হাজার ২৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ লক্ষ ৭২ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
আজ সোনার দামের পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৯ হাজার ৯০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।