
কলকাতা: মাসের শেষদিনে মিলল স্বস্তি। কমল সোনার দাম। গতকাল, বৃহস্পতিবারই সামান্য বেড়েছিল সোনার দাম। তবে আজ বাজার খুলতেই আবার পতন হল সোনার দামের। নভেম্বর থেকেই বিয়ের মরশুম শুরু হচ্ছে। এই সময়ে সোনার গহনার কেনাকাটাও হয় ব্যাপক। সোনার দাম কমায় এবার অনেকটাই সুবিধা হবে। এবার রুপোর গহনার চাহিদাও রয়েছে। আজ সামান্য কমেছে রুপোর দামও। কত দর রয়েছে, দেখে নিন-
আজ, ৩১ অক্টোবর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১২ হাজার ১৪৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ২১ হাজার ৪৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ লক্ষ ১৪ হাজার ৭০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ হাজার ১৩৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ১১ হাজার ৩৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১১ লক্ষ ১৩ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের সোনার দামও আজ কমেছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ১১০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯১ হাজার ১১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ লক্ষ ১১ হাজার টাকা। ১০০ টাকা দাম কমেছে সোনার।
সোনার দামের পাশাপাশি রুপোর দামও কমেছে আজ। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৫ হাজার ৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।