Gold Price Today: নভেম্বর-ডিসেম্বরে বিয়ে? আজই সুযোগ বুঝে সোনা কিনে ফেলুন, মাসের শেষে সস্তা হয়ে গেল হলুদ ধাতু

Gold Silver Rate in Kolkata: নভেম্বর থেকেই বিয়ের মরশুম শুরু হচ্ছে। এই সময়ে সোনার গহনার কেনাকাটাও হয় ব্যাপক। সোনার দাম কমায় এবার অনেকটাই সুবিধা হবে। এবার রুপোর গহনার চাহিদাও রয়েছে। আজ সামান্য কমেছে রুপোর দামও।

Gold Price Today: নভেম্বর-ডিসেম্বরে বিয়ে? আজই সুযোগ বুঝে সোনা কিনে ফেলুন, মাসের শেষে সস্তা হয়ে গেল হলুদ ধাতু
প্রতীকী চিত্র।Image Credit source: Canva

|

Oct 31, 2025 | 9:06 AM

কলকাতা: মাসের শেষদিনে মিলল স্বস্তি। কমল সোনার দাম। গতকাল, বৃহস্পতিবারই সামান্য বেড়েছিল সোনার দাম। তবে আজ বাজার খুলতেই আবার পতন হল সোনার দামের। নভেম্বর থেকেই বিয়ের মরশুম শুরু হচ্ছে। এই সময়ে সোনার গহনার কেনাকাটাও হয় ব্যাপক। সোনার দাম কমায় এবার অনেকটাই সুবিধা হবে। এবার রুপোর গহনার চাহিদাও রয়েছে। আজ সামান্য কমেছে রুপোর দামও। কত দর রয়েছে, দেখে নিন-

২৪ ক্যারেট সোনার দাম-

আজ, ৩১ অক্টোবর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১২ হাজার ১৪৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ২১ হাজার ৪৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ লক্ষ ১৪ হাজার ৭০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

২২ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ হাজার ১৩৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ১১ হাজার ৩৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১১ লক্ষ ১৩ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও আজ কমেছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ১১০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯১ হাজার ১১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ লক্ষ ১১ হাজার টাকা। ১০০ টাকা দাম কমেছে সোনার।

রুপোর দাম-

সোনার দামের পাশাপাশি রুপোর দামও কমেছে আজ। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৫ হাজার ৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।