কলকাতা: গোটা জুন মাস ধরে নিম্নমুখী ছিল সোনার দাম (Gold Price)। কিন্তু নতুন মাস পড়তেই বাড়ল সোনার দাম। আজ ১ হাজার টাকা বাড়ল সোনার দাম। গতকাল, অর্থাৎ ৩০ জুনও ১ হাজার টাকা বেড়েছিল সোনার দাম। অর্থাৎ পরপর দুইদিনে ২ হাজার টাকা বাড়ল সোনার দাম। অন্যদিকে কমেছে রুপোর দাম। জুলাই মাসের প্রথম দিনেই ৫০০ টাকা কমেছে রুপোর দাম। ফলে কিছুটা হলেও কমল রুপোর দাম। আজ সোনা-রুপোর দাম কত, এক নজরে দেখে নিন-
আজ ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫ হাজার ৩৯৫ টাকা। গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৫ হাজার ৩৮৫ টাকা। ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ১৬০ টাকা। গতকাল ৮ গ্রাম সোনার দাম ছিল ৪৩ হাজার ৮০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ রয়েছে ৫৩ হাজার ৯৫০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা বেড়েছে ১০ গ্রাম সোনার দাম। ২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩৯ হাজার ৫০০ টাকায়। গতকাল এই দাম ছিল ৫ লক্ষ ৩৮ হাজার ৫০০ টাকা। অর্থাৎ ১ দিনে ১০০০ টাকা দাম বেড়েছে।
২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেট সোনার দামও বৃদ্ধি পেয়েছে। আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮৫ টাকা। গতকাল ২৪ ক্য়ারেট সোনার দাম ছিল ৫ হাজার ৮৭৫ টাকা। ৮ গ্রাম ২৪ ক্য়ারেট সোনার দাম ৪৭ হাজার ৮০ টাকা। গতকাল ৮ গ্রাম সোনার দাম ছিল ৪৭ হাজার টাকা। আজ ১০ গ্রাম ২৪ ক্য়ারেট সোনার দাম ৫৮ হাজার ৮৫০ টাকা রয়েছে। ১০০ গ্রাম সোনার দাম ৫ লক্ষ ৮৮ হাজার ৫০০ টাকা।
সোনার দাম বাড়লেও আজ কমেছে রুপোর দাম। ১ গ্রাম রুপোর দাম রয়েছে ৭১.৪০ টাকা। ৮ গ্রাম রুপোর দাম আজ ৫৭১.২০ টাকা। ১০ গ্রাম রুপোর দাম আজ কমে দাঁড়িয়েছে ৭১৪ টাকায়। ১০০ গ্রাম রুপোর দাম ৭হাজার ১৪০ টাকা। ১ কেজি রুপোর দাম
৭১ হাজার ৪০০ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় ৫০০ টাকা কমল।