কলকাতা: মঙ্গলের সকালটা খুব একটা সুখকর নয় সোনা ক্রেতাদের জন্য। অবিশ্বাস্য হারে এ দিন দাম বাড়ল সোনার (Gold Price Today)। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৭০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৭৬০ টাকা। এদিন সোনার পাশাপাশি অনেকটা হারে দাম বাড়ল রুপোরও (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর দাম বেড়েছে আড়াই হাজার টাকা।
মঙ্গলবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৩১৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪২,৫২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৩,১৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৩১,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৭৯৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৬,৩৮৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৭,৯৮০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৭৯,৮০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬৮,৫০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
মাঝে সামান্য দাম কমেছিল সোনার। তবে ফের ঊর্ধ্বমুখী সোনার দর। হলুদ ধাতুর এই দামবৃদ্ধিতে মাথায় হাত পড়েছে ক্রেতাদের। পরপর পাঁচদিন দাম বাড়ল সোনার। গত পাঁচদিনে ২,২৫০ টাকা দাম বেড়েছে ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার। গত এক মাসে আজ সর্বোচ্চ হয়েছে হলুদ ধাতুর দর। সোনার পাশাপাশি রুপোর দামের গ্রাফও উঠছে উপর দিকে।
বিশ্ব বাজারে হু হু করে বাড়ছে স্পট গোল্ডের দাম। তাই দেশীয় বাজারেও পড়েছে প্রভাব। বিশ্ব বাজারে গতকাল ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৮৮২.৮৭ মার্কিন ডলার। আজ তা বেড়ে হয়েছে ১,৯০৪.২৩ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
মঙ্গলবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৩৫৮.২০ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৮.৬৫ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৩১.২২ টাকা।