
কলকাতা: সোনার বাজারে বড় ধাক্কা। একটানা প্রায় সপ্তাহ ধরে সোনার দাম নিম্নমুখী থাকার পর আজ, শুক্রবার এক ধাক্কায় অনেকটাই বাড়ল সোনার দাম (Gold Price Hike)। জুন মাসের গোড়া থেকেই কমছিল সোনার দাম। বুধ ও বৃহস্পতিবার, পরপর দুইদিন সোনার দাম সাড়ে তিন হাজার টাকা করে কমেছিল। অর্থাৎ দুইদিনেই সাত হাজার টাকা কমেছিল। তবে আজ এক ধাক্কায় চার হাজার টাকা বাড়ল সোনার দাম। আজ ২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম ৫ লক্ষ ৫২ হাজার টাকায় বেড়ে দাঁড়িয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। যদি আপনারও সোনা-রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে সোনা-রুপোর বাজার দর কত, জেনে নিন-
১৬ জুন, শুক্রবার ২২ ক্যারেট সোনার দাম
২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম- ৫,৫১০ টাকা
২২ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম- ৪৪,০৮০ টাকা
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম- ৫৫,১০০ টাকা
২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম- ৫,৫১,০০০ টাকা
১৫ জুন, শুক্রবার ২৪ ক্যারেট সোনার দাম
২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম-৬,০১১ টাকা
২৪ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম- ৪৮,০৮৮ টাকা
২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম- ৬০,১১০ টাকা
২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম- ৬,০১,১০০ টাকা
১৬ জুন, শুক্রবার রুপোর দাম
১ গ্রাম রুপোর দাম- ৭৩.১০ টাকা
৮ গ্রাম রুপোর দাম- ৫৮৪.৮০ টাকা
১০ গ্রাম রুপোর দাম- ৭৩১ টাকা
১০০ গ্রাম রুপোর দাম- ৭,৩১০ টাকা
১ কেজি রুপোর দাম- ৭৩,১০০ টাকা
গোল্ড স্পটের দাম-
আজ বিশ্ব বাজারে সামান্য বেড়েছে স্পট গোল্ডের দাম। ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ১৯৫৫.১৩ মার্কিন ডলার।