Gold Price Today: ধনতেরাসের আগেই সোনার দরে বড় পরিবর্তন, লেটেস্ট দাম জেনে নিন
Gold-Silver Rate: বুধবার কিছুটা স্বস্তি মিললেও, আজ ফের বাড়ল সোনার দাম। দীপাবলি ও ধনতেরাস উপলক্ষে দেশজুড়ে প্রচুর কেনাকাটা হয় সোনা-রুপোর গহনার। এবারও ব্যতিক্রম নয়। চড়া দাম দিয়েও চলছে শপিং।
কলকাতা: দীপাবলি ও ধনতেরাস যত এগিয়ে আসছে, ততই যেন বাড়ছে সোনার দাম। বুধবার কিছুটা স্বস্তি মিললেও, আজ ফের বাড়ল সোনার দাম। দীপাবলি ও ধনতেরাস উপলক্ষে দেশজুড়ে প্রচুর কেনাকাটা হয় সোনা-রুপোর গহনার। এবারও ব্যতিক্রম নয়। চড়া দাম দিয়েও চলছে শপিং। আপনারও যদি দীপাবলিতে সোনার বা রুপোর গহনা কেনার প্ল্যানিং থাকে, তবে আজকের দর কত রয়েছে, জেনে নিন-
২২ ক্যারেটের সোনার দাম-
আজ, বৃহস্পতিবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩৪১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩ হাজার ৪১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ৩৪ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
২৪ ক্যারেটের সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮০ হাজার ৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ৮০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে সোনার।
১৮ ক্য়ারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের সোনার দামও বেড়েছে আজ। ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬ হাজার ৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬০ হাজার ৭০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৬ লক্ষ ৬০০ টাকা। গতকালের তুলনায় আজ ১০০ টাকা দাম বেড়েছে।
রুপোর দাম-
সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১০ হাজার ৪১০ টাকা। ১ কেজি রুপোর দাম ১ লক্ষ ৪ হাজার ১০০ টাকা। গতকালের তুলনায় আজ ১০০ টাকা দাম বেড়েছে।