Gold Price Today: মে-র গোড়াতেই সোনার দামে বড় আপডেট, ঠকতে না চাইলে অবশ্যই জেনে রাখুন

Gold Rate in Kolkata: গরমের সঙ্গে পাল্লা দিয়েই চড়ছে সোনার দামও। মে মাসের গোড়াতেই ফের চড়ল সোনার দাম। আজ, শুক্রবার এক ধাক্কায় ১০০ টাকা বাড়ল সোনার দাম। সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দামও।

Gold Price Today: মে-র গোড়াতেই সোনার দামে বড় আপডেট, ঠকতে না চাইলে অবশ্যই জেনে রাখুন
প্রতীকী চিত্রImage Credit source: Facebook

|

May 03, 2024 | 8:03 AM

কলকাতা: এপ্রিল পেরিয়ে মে মাস পড়েছে। বাড়ছে আরও গরম। আর সেই গরমের সঙ্গে পাল্লা দিয়েই চড়ছে সোনার দামও। মে মাসের গোড়াতেই ফের চড়ল সোনার দাম। আজ, শুক্রবার এক ধাক্কায় ১০০ টাকা বাড়ল সোনার দাম। সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দামও। যেহেতু বিয়ের মরশুম চলছে, তাই গয়নাগাটি কেনা লেগেই রয়েছে। গয়না কিনতে গিয়ে যদি ঠকতে না চান, তবে আজকের সোনা-রুপোর দর জেনে রাখুন-

২২ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৬২৬ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৬৬ হাজার ২৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৬২ হাজার ৬০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা বেশি।

২৪ ক্য়ারেটের সোনার দাম-

২২ ক্যারেটের মতো ২৪ ক্য়ারেটের সোনার দামও আজ সামান্য বেড়েছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২২৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭২ হাজার ২৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ২২ হাজার ৮০০ টাকা।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪২২ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫৪ হাজার ২২০ টাকা। ১০০ গ্রাম সোনার দর আজ রয়েছে ৫ লক্ষ ৪২ হাজার ২০০ টাকা।

রুপোর দাম-

সোনার মতোই আজ রুপোর দামও বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৩৬০ টাকা। ১ কেজি রুপোর দাম ৮৩ হাজার ৬০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা বেশি।