কলকাতা: রাম-জ্বরে কাঁপছে গোটা দেশ। রাত পোহালেই, সোমবার উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। বহু দশকের অপেক্ষার পর ঘরে ফিরবেন রামলালা। তার আগেই সেজে উঠেছে অযোধ্যা। রামলালার জন্য ডালি ভরে উপহার নিয়ে যাচ্ছেন ভক্তরা। অনেকেই সোনা-রুপোর গহনা অর্পণ করছেন শ্রীরামকে। তার প্রভাব পড়ল সোনার বাজারেও। রবিবার একধাক্কায় বেশ কিছুটা বাড়ল সোনার দাম। তবে স্বস্তি দিয়ে কমেছে রুপোর দাম। আজ সোনা-রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকলে, দর কত রয়েছে জেনে নিন-
আজ, ২১ জানুয়ারি ২২ ক্য়ারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৭ হাজার ৮০০ টাকা। গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৭ হাজার ৭০০ টাকা। অর্থাৎ একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৭৮ হাজার টাকা। গতকালের তুলনায় আজ ১০০০ টাকা দাম বেড়েছে।
২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও বৃদ্ধি পেয়েছে। আজ ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৩ হাজার ৫০ টাকা। গতকাল দাম ছিল ৬২ হাজার ৯৫০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৩০ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় ১০০০ টাকা দাম বেড়েছে।
১৮ ক্যারেটের সোনার দামও কিছুটা বেড়েছে আজ। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৭ হাজার ২৯০ টাকা। গতকালের তুলনায় ৮০ টাকা দাম বেড়েছে।
১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪ লক্ষ ৭২ হাজার ৯০০ টাকা। একদিনে ৮০০ টাকা দাম বেড়েছে।
সোনার দাম বাড়লেও, কমেছে রুপোর দাম। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৭৫ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় ২০০ টাকা দাম কমেছে।