কলকাতা : মঙ্গলে মঙ্গলবার্তা নেই গয়না ক্রেতাদের জন্য। সপ্তাহের প্রথমদিন পেরিয়ে যেতেই ফের দাম বাড়ল সোনার গয়নার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্য়ারেট সোনার দাম বেড়েছে ১১০ টাকা। সোনার দাম বাড়লেও এদিন রুপোর দামে কোনও পরিবর্তন হয়নি।
মঙ্গলবার বেলা ২ টো অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭২৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৮০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,২৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭২,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৫৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,২৩২ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৫৪০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৫,৪০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৪,০০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
বিগত কয়েকদিন ধরেই দাম কমছিল সোনার। গতকালও ১৫০ টাকা কমেছিল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম। প্রাথমিকভাবে বিশ্ব বাজারে সোনার দাম পতনের কারণেই দেশীয় বাজারে দাম কমছিল সোনার। মঙ্গলবার বিশ্ব বাজারে সোনার দাম বাড়তেই দেশীয় বাজারে ফের বাড়ল সোনার দাম।
সোমবার বিশ্ব বাজারে এক আউন্স সোনার দাম ছিল ১,৭২৩.৬৩ মার্কিন ডলার। এদিন তা বেড়ে হয়েছে ১,৭৩৫.৯৬ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
মঙ্গলবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের দাম। এদিন এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৬১৮.১০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৮৩.১০ টাকা। এদিন দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম রয়েছে ৭১.৫০ টাকা।