Gold Price Today: আবারও অবাধ্য সোনার দাম, মধ্যবিত্তকে কাঁদিয়ে বাড়ল ১৪ হাজার টাকা!

Gold Price Hike: ২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম গত বেড়েছে ২ দিনে ১৪ হাজার ৭০০ টাকা। আর তাতেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের।

Gold Price Today: আবারও অবাধ্য সোনার দাম, মধ্যবিত্তকে কাঁদিয়ে বাড়ল ১৪ হাজার টাকা!
Image Credit source: brightstars/E+/Getty Images

Jul 23, 2025 | 10:19 AM

শুনতে অবাক লাগলেও, গত ২ দিনে চড়চড়িয়ে বেড়েছে সোনার দাম। ২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম গত বেড়েছে ২ দিনে ১৪ হাজার ৭০০ টাকা। আর তাতেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের। এর মধ্যে ২১ জুলাই সোমবার থেকে ২২ তারিখ মঙ্গলবার, সোনার দাম বেড়েছে ১১ হাজার টাকার বেশি।

২৪ ক্যারেট সোনার দাম

১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১ হাজার ১৪০ টাকা। এই সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ১ হাজার ৩৬০ টাকা। ১ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১০ হাজার ১৩৬ টাকা।

২২ ক্যারেট সোনার দাম

দাম বেড়েছে গয়নার সোনারও। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১ হাজার ৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ৮৫০ টাকা। ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৯ হাজার ২৮৫ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম

১৮ ক্যারেট সোনারও দাম বেড়েছে। মঙ্গলবার, ২২ জুলাই ১০ গ্রামের দাম ৮৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার টাকা। ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ৭ হাজার ৬০২ টাকা।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।