Gold Price Today: লক্ষ্মীবারে সুখবর, প্রায় ৩ হাজার টাকা সস্তা হল সোনা, দাম বাড়ার আগেই কিনে ফেলুন
Gold-Silver Price: নতুন বছরের শুরুতেই বাড়তে শুরু করেছিল সোনার দাম। বিগত দুই দিন ধরেই দুই হাজার টাকারও বেশি করে দাম বাড়ছিল হলুদ ধাতুর। তবে বৃহস্পতিবার, ৪ জানুয়ারি একধাক্কায় অনেকটা কমল সোনার দাম। একইসঙ্গে দাম কমেছে রুপোরও।
কলকাতা: লক্ষ্মীবারের সকালেই ভাল খবর। এক লাফে অনেকটাই কমল সোনার দাম (Gold Price)। নতুন বছরের শুরুতেই বাড়তে শুরু করেছিল সোনার দাম। বিগত দুই দিন ধরেই দুই হাজার টাকারও বেশি করে দাম বাড়ছিল হলুদ ধাতুর। তবে বৃহস্পতিবার, ৪ জানুয়ারি একধাক্কায় অনেকটা কমল সোনার দাম। একইসঙ্গে দাম কমেছে রুপোরও (Silver Price)। সামনেই বিয়ের মরশুম রয়েছে, তাহলে আর দেরী কেন? আজই কিনে ফেলুন সোনা-রুপো। তবে তার আগে সোনা-রুপোর দর জেনে নিন-
২২ ক্যারেটের সোনার দাম-
আজ ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৮ হাজার ৫০০ টাকা। গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৮ হাজার ৭৫০ টাকা। অর্থাৎ একদিনে ২৫০ টাকা দাম কমেছে সোনার।
২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৮৫ হাজার টাকা। গতকালের তুলনায় আজ ২৫০০ টাকা দাম কমেছে।
২৪ ক্যারেটের সোনার দাম-
২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৩ হাজার ৮২০ টাকা। গতকাল এর দাম ছিল ৬৪ হাজার ৯০ টাকা। একদিনে দাম কমেছে ২৯০ টাকা।
২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৩৮ হাজার ২০০ টাকা। গতকালের তুলনায় আজ ২৭০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৭ হাজার ৮৬০ টাকা। গতকালের তুলনায় আজ ২০৮ টাকা দাম কমেছে।
১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪ লক্ষ ৭৮ হাজার ৬০০ টাকা। একধাক্কায় ২০৮০ টাকা দাম কমেছে একদিনে।
রুপোর দাম-
সোনার যেমন দাম কমেছে, তেমনই রুপোর দামও কমেছে। ১ কেজি রুপোর দাম আজ ৭৮ হাজার ৬০০ টাকা রয়েছে। গতকালের তুলনায় ৩০০ টাকা দাম কমেছে।