Gold Price Today: লক্ষ্মীবারে লক্ষ্মীলাভের সুবর্ণ সুযোগ, এত সস্তায় সোনা পাবেন না আর কখনও

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 16, 2023 | 11:09 AM

Gold Price Today: বুধবার যেখানে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৫,০৫০ টাকা, আজ তা কমে দাঁড়িয়েছে ৫৪,৭০০ টাকায়। অন্যদিকে রুপোর দামও এক ধাক্কায় প্রায় হাজার টাকার কাছাকাছি কমেছে।

Gold Price Today: লক্ষ্মীবারে লক্ষ্মীলাভের সুবর্ণ সুযোগ, এত সস্তায় সোনা পাবেন না আর কখনও
কলকাতায় অপরিবর্তিত সোনার দাম।

Follow Us

কলকাতা: বিয়ের মরশুমে দারুণ খবর। হু হু করে কমছে সোনার দাম (Gold Price Fall)। ফলে বাড়ছে সোনার বিক্রি-বাট্টা। জুন মাসের শুরু থেকেই কমতে শুরু করেছিল সোনা-রুপোর দাম (Gold-Silver Price)। গতকালই সাড়ে তিন হাজার টাকা কমেছিল সোনার। আজ বৃহস্পতিবার ফের সাড়ে তিন হাজার টাকা কমল সোনার দাম। বুধবার যেখানে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৫,০৫০ টাকা, আজ তা কমে দাঁড়িয়েছে ৫৪,৭০০ টাকায়। অন্যদিকে রুপোর দামও এক ধাক্কায় প্রায় হাজার টাকার কাছাকাছি কমেছে। আপনারও যদি গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে এটাই সুবর্ণ সুযোগ। গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন সোনা-রুপোর দাম-

১৫ জুন, বৃহস্পতিবার ২২ ক্যারেট সোনার দাম

২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম- ৫,৪৭০ টাকা

২২ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম- ৪৩,৭৬০ টাকা

২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম- ৫৪,৭০০ টাকা

২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম- ৫,৪৭,০০০ টাকা

১৪ জুন, বৃহস্পতিবার ২৪ ক্যারেট সোনার দাম

২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম-৫,৯৬৭ টাকা

২৪ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম- ৪৭,৭৩৬ টাকা

২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম- ৫৯,৬৭০ টাকা

২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম- ৫,৯৬,৭০০ টাকা

১৪ জুন, বৃহস্পতিবার রুপোর দাম

১ গ্রাম রুপোর দাম- ৭৩.১০ টাকা

৮ গ্রাম রুপোর দাম- ৫৮৪.৮০ টাকা

১০ গ্রাম রুপোর দাম- ৭৩১ টাকা

১০০ গ্রাম রুপোর দাম- ৭,৩১০ টাকা

১ কেজি রুপোর দাম- ৭৩,১০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম-

বিগত এক মাসেরও বেশি সময় ধরে নিম্নমুখী ছিল সোনা-রুপোর দর। গত মাসের শেষ সপ্তাহেও কমেছিল সোনার দাম। যার ফলে বিক্রি-বাট্টাও বেশ বেড়েছে। বিয়ের মরশুমের মাঝে গত সপ্তাহে একটানা পাঁচদিন ধরে অপরিবর্তিত ছিল সোনা-রুপোর দাম। সোমবার সোনার দাম ১০০০ টাকা কমে যায়।

গতকালের মতো আজও বিশ্ব বাজারে কমেছে স্পট গোল্ডের দাম। আজ ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ১৯৩৫.৮০মার্কিন ডলার।

Next Article